২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান বাহিনীর অফিসার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করেছিলেন পাকিস্তানি সেনার যে এসএসজি অফিসার মেজর মইজ আব্বাস। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই মেজর আব্বাস গতকাল দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালিবানের (টিটিপি) সাথে সংঘর্ষে নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়েছিল। তাতে ভারতের ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন। তার জবাবে পালটা অভিযানে নামে ভারতীয় বায়ুসেনা। এর জবাবে পাকিস্তানও ভারতে পালটা হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল। সেই সময় পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমানকে ধ্বংস করেছিলেন ভারতীয় বায়ুসেনার অভিনন্দন বর্তমান।

তবে পাকিস্তানি যুদ্ধবিমানের সঙ্গে ‘ডগফাইটে’ অভিনন্দনের মিগ যুদ্ধবিমন ভেঙে পড়েছিল পড়শি দেশের মাটিতে। অভিনন্দনকে এরপর ধরে ফেলে পাক সেনাবাহিনী। সেই সময় অভিনন্দকে ধরেছিল এই পাকিস্তানি অফিসার মেজর মইজ আব্বাস। পরবর্তীতে ভারতের কূটনৈতিক চাপে মাথা নত করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। এই আবহে ২০১৯ সালের ১ মার্চ তাঁকে আবার ভারতের হাতে তুলে দেওয়া হয়।২০২১ সালের নভেম্বর মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে অভিনন্দন বর্তমানকে বীর চক্র প্রদান করা হয়। তাঁকে সেই সম্মানে ভূষিত করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতিতে বীর চক্র হল ভারতীয় সেনার তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। পরম বীর চক্র এবং মহাবীর চক্রের পরই এর স্থান।