স্কাই নিউজের সাথে এক উত্তেজনাপূর্ণ সাক্ষাৎকারে, পাকিস্তানের সেনেটর তথা পাকিস্তান পিপলস পার্টির সিনিয়র নেতা শেরি রেহমান সন্ত্রাসবাদ ইস্যুতে তাঁর দেশের সম্মান রক্ষা করতে গিয়ে পোল খুলে দিলেন। সাক্ষাৎকারে জোর দিয়ে তিনি বলেছেন যে ‘পাকিস্তান এখন একটি পরিবর্তিত দেশ’ এবং তারা নাকি সক্রিয়ভাবে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে’। এরই সঙ্গে তিনি কার্যত মেনে নেন যে পাকিস্তান একসময় অন্তত সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিল।
সাম্প্রতিক সামরিক সংঘাতের পর ভারতের নকল করতে বিদেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল পাকিস্তান। এর আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য ভারত নিজস্ব সাংসদীয় দল পাঠায় বিশ্বের ৩০টিও বেশি দেশে। এরপর দিল্লির সেই পদক্ষেপকে নকল করে পাকিস্তান। এখন বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে তাদের একটি প্রতিনিধিদল বিদেশ সফরে আছেন। তারা আমেরিকা, ব্রিটেন এবং বেলজিয়ামের মতো দেশে যাবে। সেই প্রতিনিধি দলেরই অংশ শেরি রেহমান।
এই আবহে ব্রিটেনে সেই দেশের সংবাদ চ্যানেল স্কাই নিউজে পাকিস্তানের অবস্থান তুলে ধরতে একটি সাক্ষাৎকার দেন শেরি রহমান। তবে বর্তমানের পাকিস্তানকে কোনও রকমে বাঁচাতে দিয়ে দেশের সম্মানকে মাটিতে মিলিয়ে দেন তিনি। এরই সঙ্গে ইতিহাসের পাতায় খচিত পাকিস্তানের কালো অধ্যায়কে নিজেই কার্যত স্বীকৃতি দেন।
সাক্ষাৎকারের সময় জইশ-ই-মহম্মদ, হাক্কানি নেটওয়ার্ক ,আল কায়দার সঙ্গে যোগ থাকা ব্রিগেড ৩১৩-কে পাকিস্তানে আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিক ইয়ালদা হাকিম। জবাবে পাক সেনেটর শেরি অপ্রাসঙ্গিক ভাবে বলেন, ‘ভারতের ১০০টারও বেশি বিচ্ছিনতাবাদী গোষ্ঠী আছে। ভারতে যা কিছু হয়, তার সবকিছুর জন্য কি আমরা সবসময় দায়ী নাকি?’
এদিকে ইয়ালদা হাকিম ব্রিগেড ৩১৩-র বিষয়টি ফের উত্থাপন করেন এবং তার ওপর জোর দেন। তিনি দাবি কেন, লস্কর, জইশ, আল কায়দার এই জোটবদ্ধ জঙ্গি গোষ্ঠী এখনও পাকিস্তানের মাটিতে আছে। জবাবে শেরি বলেন, ‘আমি জানি না কে আপনাকে এই সব কথা বলেছেন। মনে হয় আমাদের এই নিয়ে ডিজিটাল ডসিয়ের তৈরি করা উচিত। আন্তর্জাতিক মিডিয়া শুধুমাত্র ভারতের দৃষ্টিকোণ থেকে সব কিছু তুলে ধরছে। তারা শুধু ভারতের কথা বলে যাচ্ছে। এটা আমাদেরই দোষ। আমরা সঠিক ভাবে আমাদের কথা তুলে ধরতে পারিনি।’