Paralympics 2024 Medal for India। ৪০০ মিটার রেসে ব্রোঞ্জ জিতলেন দীপ্তি!

Spread the love

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে আরও একটি পদক এল। মঙ্গলবার মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন দীপ্তি জীবনজি। যা প্যারিস ভারতের ১৬ তম পদক। শুধু তাই নয়, জ্যোতির হাত ধরে প্যারিসে ট্র্যাক-রানিংয়ে তৃতীয় পদক পেল ভারত। দীপ্তির আগে মহিলাদের ১০০ মিটার টি-৩৫ এবং মহিলাদের ২০০ মিটার টি-৩৫ ব্রোঞ্জ জেতেন প্রীতি পাল। মঙ্গলবার তৃতীয় পদক এনে দিলেন দীপ্তি। অথচ তাঁরা যখন প্যারিসে আসেন, তখনও পর্যন্ত প্যারালিম্পিক্সের ইতিহাসে ট্র্যাক-রানিংয়ে কখনও কোনও পদক পায়নি ভারত। আর ইতিমধ্যে সেই সংখ্যাটা তিনে পৌঁছে গিয়েছে। সেটা আরও বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে।

৪০০ মিটারের ফাইনাল

মঙ্গলবার প্যারিসে ৪০০ মিটারের ফাইনালে বেশ জোরদার লড়াই হয়। শেষের দিকে গতি বাড়িয়ে রুপো জেতেন তুরস্কের আইসেল অন্দার (৫৫.২৩ সেকেন্ড)। ব্রোঞ্জ পান দীপ্তি (৫৫.৮২ সেকেন্ড)। সোনা জিতে নেন ইউক্রেনের ইউলিয়া শুলিয়ার (৫৫.১৬ সেকেন্ড)।

এখন পদক তালিকায় কত নম্বরে আছে ভারত?

দীপ্তির ব্রোঞ্জ জয়ের পরে প্যারিস প্যারালিম্পিক্সে ১৮ তম স্থানে আছে ভারত। জিতেছে তিনটি সোনা, পাঁচটি রুপো এবং আটটি ব্রোঞ্জ। কোন বিভাগ থেকে কতগুলি পদক এসেছে, সেটার পুরো তালিকা দেখে নিন –

১) সবথেকে বেশি ছ’টি পদক এসেছে অ্যাথলেটিক্স থেকে – একটি সোনা, দুটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। 

২) ব্যাডমিন্টনে জিতেছে পাঁচটি পদক – একটি সোনা, দুটি রুপো এবং দুটি ব্রোঞ্জ। 

৩) শ্যুটিং থেকে এসেছে চারটি পদক। সেগুলির মধ্যে একটি সোনা, একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ আছে। 

৪) তিরন্দাজিতে একটি ব্রোঞ্জ পেয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *