Paris Olympics- অলিম্পিক্সের অষ্টম দিন ভালো গেল না ভারতের! 

Spread the love

প্যারিস অলিম্পিক্সের(Paris Olympics) অষ্টম দিন অর্থাৎ শনিবারটা মোটেই ভালো গেল না ভারতীয় ক্রীড়াবিদদের জন্য। একাধিক পদক জয়ের সুযোগ হাতছাড়া হল তাঁদের। অলিম্পিক্সে এবারে ভারতকে জোড়া পদক এনে দিয়েছিলেন মনু ভাকের। শনিবার ২৫ মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে ব্যক্তিগত রাউন্ডে নেমেছিলেন হরিয়ানার এই মেয়ে। সকলেই অধীর আগ্রহে বসেছিল তাঁর পারফরমেন্স দেখার জন্য। ফাইনালেও দুরন্ত ছন্দেই ছিলেন মনু, তবে অল্পের জন্য পদক হাতছাড়া করেন প্যারিস জোড়া পদক প্রাপ্ত মনু। চতুর্থ স্থানে শেষ করেন নিজের ইভেন্ট, ফলে ব্রোঞ্জ হাতছাড়া হয় তাঁর।  একটা সময় ছিলেন দ্বিতীয় স্থানে, সেখান থেকেই কয়েকটি শট ঠিকঠাক নিশানায় না লাগায়, চতুর্থ স্থানে নেমে আসেন মনু ভাকের। 

পুরুষদের স্কিট ইভেন্টে অনন্তজিত নারুকা শেষ করেন ২৪তম স্থানে। মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেও পদক জিততে ব্যর্থ হন ভারতের দীপিকা কুমারি। তিনি দঃ কোরিয়ার নাম সুহিয়োনের বিপক্ষে ৪-৬ ফলে হেরে ছিটকে যান, ভারতের আরেক তিরন্দাজ ভজন কৌরও ব্যর্থ হন। 

তবে ভারতের পদক জয়ের ক্ষেত্রে যার দিকে সব থেকে বেশি তাকিয়ে ছিল সেই নিশান্ত দেব হতাশ করেন বক্সিংয়ে। অলিম্পিক্সের দ্বিতীয় বাছাই মেক্সিকোর মার্কো ভার্দের বিপক্ষে হেরে কোয়ার্টার থেকেই বিদায় নেন তিনি। ১-৪ ফলে হেরে যান ভারতের নিশান্ত(Nishant Dev)। 

India’s Deepika Kumari reacts after a shot during the archery individual quarterfinal against South Korea’s Nam Su-hyeon at the 2024 Summer Olympics, Saturday, Aug. 3, 2024, in Paris, France. AP/PTI(AP08_03_2024_000208B)

বক্সিংয়ে নিশান্ত দেব(Nishant Dev) ছিটকে যাওয়ার পর এখন অবশ্যই লভলিনার দিকেই তাকিয়ে থাকবে সকলে। এদিকে রবিবার রয়েছে লক্ষ্য সেনের ঐতিহাসিক ম্যাচও। সেমিতে জিতলে অন্ততপক্ষে রৌপ্য পদক নিশ্চিত করে ফেলবেন উত্তরাখণ্ডের ছেলে লক্ষ্য।

সেলিংয়ের ক্ষেত্রেও ভারতের নেত্রা কুমারান শেষ করেন ২৪তম স্থানে। পুরুষদের বিভাগে ২৩তম স্থান পান বিষ্ণু সর্বানন। মনু ভাকের, নিশান্ত দেব এবং দীপিকা কুমারির থেকেই শনিবার মূলত পদকের আশা করেছিল ভারতীয়রা। কিন্তু দিনটা একদমই ভালো যায়নি। এদিকে রবিবার কোর্টে নামছেন আরেক বক্সার লভলিনা বর্গোহাঁই। গতবার টোকিয়ো অলিম্পিক্সে পদক জিতেছিলেন অসমের এই মেয়ে। ফলে তাঁর থেকেও ভালো পারফরমেনসের আশা এবারও করছে ভারতবাসী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *