মনু ভাকের ও সুমেধা ভাকেরের সঙ্গে নীরজ চোপড়ার সাক্ষাতের একটি ভিডিয়ো ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে। এর কারণ হল সকলে এই ছবিটিকে নিয়ে বেশ মজা করেছিলেন। এই ছবি ও ভিডিয়ো দেখে অনেকেই বলেন, সুমেধা ভাকের নিজের মেয়ের জন্য উপযুক্ত পাত্রের খোঁজ পেয়েছেন সে কারণেই তিনি জ্যাভলিন তারকার সঙ্গে কথা বলছেন। ভাইরাল মিম এবং পোস্টগুলি দেখার পরে এবার মনু ভাকেরের বাবা রাম কিষান ভাকের এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ‘এখনও ও খুব ছোট’ এবং তারা ‘ এখনই তার বিয়ের কথা ভাবছেন না।’
কী বললেন রাম কিষাণ ভাকের?
দৈনিক ভাস্করের সাথে আলাপকালে তিনি বলেন, ‘মনু এখনও অনেক ছোট। তার বিয়ের বয়সও হয়নি। এটা নিয়ে এখনই ভাবছি না।’ ভাইরাল ভিডিয়োতে তার স্ত্রী এবং নীরজ চোপড়াকে দেখানোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে রাম কিষান বলেন, ‘মনুর মা নীরজকে তার ছেলের মতো মনে করেন।’
বিয়ের জল্পনা নিয়ে নীরজ চোপড়ার কাকা
মনু ভাকেরের বাবা এই ভাইরাল জল্পনাকে সম্বোধন করেননি। পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নীরজ চোপড়ার কাকাও। তিনি আউটলেটকে বলেছিলেন, ‘ঠিক যেমন নীরজ পদক এনেছে, গোটা দেশ তা জানতে পেরেছে। একইভাবে, তিনি যখন বিয়ে করবেন, তখন সকলেই জানতে পারবেন।’
মনু ভাকের এবং নীরজ চোপড়া হরিয়ানার দুই বাসিন্দা গড়েছেন নতুন ইতিহাস-
মনু ভাকের এবং নীরজ চোপড়া হরিয়ানার বাসিন্দা। যেখানে মনু ইতিহাসের সবচেয়ে সফল ভারতীয় মহিলা শ্যুটার, নীরজ হলেন ভারতের জ্যাভলিন তারকা এবং টোকিও অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে অলিম্পিক খেতাব জিতে প্রথম ভারতীয় অ্যাথলিট হয়ে ইতিহাস রচনা করেছেন।
মনু ভাকের সম্প্রতি সমাপ্ত ২০২৪ প্যারিস অলিম্পিক্সের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটি ব্রোঞ্জ পদক জিতেছেন৷ তিনি অলিম্পিক মঞ্চে থাকা প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হয়েছিলেন।
কী বলেছিলেন নীরজ চোপড়া-
টোকিও ২০২০ চ্যাম্পিয়ন নীরজ চোপড়া প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক জিতেছে। তিনি ছয়টি থ্রোতে ৮৯.৪৫ মিটারের মাত্র একটি বৈধ থ্রো করেন। ইভেন্টের পরে নীরজ বলেছিলেন, ‘এটি একটি ভালো থ্রো ছিল কিন্তু আমি আমার আজকের পারফরম্যান্সে অতটা খুশি নই। আমার কৌশল এবং রানওয়ে তেমন ভালো ছিল না। (আমি পরিচালনা করেছি) শুধুমাত্র একটি থ্রো, বাকিটা আমি ফাউল করেছি।’