এই বছর এখনও পর্যন্ত ৭টি বিদেশ সফরে ১৬টি দেশে গিয়েছেন মোদী। এই আবহে প্রধানমন্ত্রীর বিদেশ সফরগুলিতে কত টাকা খরচ হয়েছে সরকারের? এই সংক্রান্ত তথ্য সংসদে উপস্থাপিত হয়েছে। সেই নথি থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর মাত্র তিনটি সফরেই খরচ হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। এদিকে এখনও ৪টি সফরের খরচের হিসেব শেষ করা বাকি আছে।
২০২৬ সালের ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স এবং আমেরিকা সফরে গিয়েছিলেন। এই সফরে সব মিলিয়ে ৪০ কোটি টাকা খরচ হয়েছিল। এরমধ্যে থেকে মোদীর ফ্রান্স সফরের জন্য খরচ হয়েছিল ২৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৯০২ টাকা। আর মোদীর মার্কিন সফরে খরচ হয়েছিল ১৬ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৩০২ টাকা।এদিকে চলতি বছরের দ্বিতীয় বিদেশ সফরে মরিশাসে গিয়েছিলেন মোদী। গত ১১ এবং ১২ মার্চ মরিশাস সফরে ছিলেন প্রধানমন্ত্রী। তবে এই সফরের খরচের হিসেব এখনও শেষ হয়নি। এরপর ৩ থেকে ৬ এপ্রিল থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই সফরকালে মোট সাড়ে ৯ কোটির মতো খরচ হয়েছিল মোদীর।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর থাই সফরের জন্য খরচ হয়েছিল ৪ কোটি ৯২ লাখ ৮১ হাজার ২০৮ টাকা। আর এরপর প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফরে খরচ হয়েছিল ৪ কোটি ৪৬ লাখ ২১ হাজার ৬৯০ টাকা। এরপর সৌদি সফরে গিয়েছিলেন মোদী। সেই সফর অবশ্য মাঝপথেই ছেড়ে দেশে ফিরেছিলেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও হামলার জেরে সৌদিতে যাওয়ার পরদিন ভারতে চলে এসেছিলেন মোদী।

২২ এবং ২৩ এপ্রিলে প্রধানমন্ত্রীর সৌদি সফরে খরচ হয়েছিল ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ টাকা ৪৭ পয়সা। এরপর গত ১৫ থেকে ১৯ জুন সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে গিয়েছিলেন মোদী। এবং সম্প্রতি ঘানা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফরে (২ থেকে ৯ জুলাই) গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই দুই সফরের হিসেব এখনও সম্পন্ন হয়নি। আর বর্তমানে ব্রিটেনের সফর শেষ করে মলদ্বীপে পৌঁছেছেন মোদী। এই বছরে এটি মোদীর সপ্তম বিদেশ সফর।