Portugal Beat Germany।  রোনাল্ডোর গোলে ২৫ বছর পরে জার্মানিকে হারাল পর্তুগাল

Spread the love

দীর্ঘ আড়াই দশক পরে আন্তর্জাতিক ফুটবলে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল পর্তুগাল। সেই সুবাদে উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। যদিও ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। তবে এটা নিশ্চিত যে, খেতাবি লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে চলেছেন রোনাল্ডোরা। 

বুধবার মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায় উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে মাঠে নামে পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জোড়া গোল করে তারা। ৫ মিনিটের ঝোড়ো ফুটবলেই জার্মানির স্বপ্নভঙ্গ করেন রোনাল্ডোরা। ম্যাচে ক্রিশ্চিয়ানো নিজে দলের হয়ে জয়সূচক গোল করেন।

সেমিফাইনালের প্রথমার্ধে দু’দলের কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ০-০। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় জার্মানি। ৪৮ মিনিটের মাথায় ফ্লোরিয়ান উইর্টজ পর্তুগালের জালে বল জড়ান। ৬৩ মিনিটের মাথায় ফ্রান্সিসকো কনসিকাওয়ের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় পর্তুগাল। ৬৮ মিনিটের মাথায় পর্তুগালের হয়ে জয়সূচক গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

২০০০ সালের পর থেকে এই প্রথমবার জার্মানিকে হারাল পর্তুগাল। সেমিফাইনালে হেরে খেতাবের লড়াই থেকে ছিটকে যায় জার্মানি। তারা তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মাঠে নামবে দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দলের বিরুদ্ধে। অন্যদিকে ফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে স্পেন বনাম ফ্রান্স, অপর সেমিফাইনালে জয়ী দলের বিরুদ্ধে।ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ১৩৭ নম্বর গোল করেন জার্মানির বিরুদ্ধে এই ম্যাচে। পর্তুগাল ২০১৮-১৯ উদ্বোধনী মরশুমে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়। এই নিয়ে দ্বিতীয়বার তারা নেশনস লিগের ফাইনালে ওঠে। উল্লেখ্য, এই নিয়ে মোট ৪টি মরশুম খেলা হচ্ছে উয়েফা নেশনস লিগ। বাকি ২ বার চ্যাম্পিয়ন হয় ফ্রান্স (২০২০-২১) ও স্পেন (২০২২-২৩)। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *