Priyanka Chaturvedi mocks Bilawal Bhutto। বিলাওয়ালকে নকল ভারতীয় MP-র! সঙ্গে যোগ্য জবাব

Spread the love

পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল হাসির রোল। ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাক সংসদে দাঁড়িয়ে বিলাওয়াল বলেছিলেন, ‘কৌন রাতকে অন্ধেরে মে হামলা করতে হ্যা? (কে রাতের আঁধারে হামলা চালায়?)’ তাঁর সেই বক্তব্যের ধরন নিয়ে বেশ হাসি ঠাট্টা হয়েছে সীমান্তের এপারে। বিলাওয়ালের সেই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার বিলাওয়াল ভুট্টোর সেই বক্তব্যের নকল করতে দেখা গেল ভারতীয় সাংসদকে। সঙ্গে বিলাওয়ালকে কড়া জবাবও দিতে শোনা গেল শিবসেনার (ইউবিটি) রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীকে। প্রিয়াঙ্কার এই জবাবের পরে শুধু বিলাওয়াল ভুট্টো নন, পাকিস্তানের অন্যান্য নেতারাও ভারত সম্পর্কে ওই ধরনের মন্তব্য করার আগে হাজার বার ভাববেন।

উল্লেখ্য, ভারতীয় সাংসদদের ৭টি দল বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের অবস্থান স্পষ্ট করে দিয়ে এসেছেন। তেমনই একটি দলে ছিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। বিরোধী দলের এই সাংসদ বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাক সরকারকে নিজের জায়গা দেখিয়ে দিয়ে বলেন, ‘ভারত যখন বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করছে, তখন পাকিস্তান ফ্রি টেররিস্ট অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করছে।’ মঙ্গলবার বেলজিয়ামে উপস্থিত ছিল প্রিয়াঙ্কা চতুর্বেদীর দলটি। সেখানেই বিলাওয়ালের ‘রাতের অন্ধকারে কারা হামলা চালায়’ বক্তব্যের জবাব দেন প্রিয়াঙ্কা।

বেলজিয়ামে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে রাজ্যসভার সাংসদ বলেন, ‘আমি বুঝতে পারছি, কাপুরুষ তারাই যারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়, রাজনৈতিক নেতাদের জেলে ঢোকায়, তারপর একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যা করে একজন সেনা জেনারেলকে ক্ষমতায় আনার জন্য। যে সেনা জেনারেল ক্ষমতায় এসেছিলেন, সেই একই সেনা জেনারেল পাকিস্তানে চরমপন্থা শুরু করেছে, যা সংবিধানের অবশিষ্ট অংশও ধ্বংস করেছে এবং জিন্নাহর স্বপ্নকেও ভেঙে দিয়েছে।’

গত মাসে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের অনেক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল, যার পরে পাকিস্তান ভারতে কাপুরুষোচিত হামলা শুরু করে। ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এবং পাকিস্তানের অনেক বিমানঘাঁটি ধ্বংস করেছে। বিলাওয়াল ভুট্টো সেই আক্রমণের পর পার্লামেন্টে বলেছিলেন, ‘রাতের অন্ধকারে কারা হামলা করে? রাতের অন্ধকারে কাপুরুষোরা হামলা করে।’ ভারতকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে এই তোপ দেগেছিলেন বিলাওয়াল। এবার তাঁকে কাপুরুষ ও কাপুরুষতার অর্থ বুঝিয়ে দিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। 

এদিকে ভারতের দেখাদেখি পাকিস্তানও বিভিন্ন দেশে নিজেদের সাংসদদের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। সেই দলের মাথায় আছেন সেই বিলাওয়াল ভুট্টো। পাকিস্তানের পাঠানো প্রতিনিধি দলকে নিয়েও মজা করেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি বলেন, ‘আমাদের পেছনে আরও একটি প্রতিনিধি দলও আসবে। আপনারা সবাই জানেন তারা কারা। তারাই আমাদের ছেড়ে যাচ্ছে না। ১৯৪৭ সালে তারা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের ছেড়ে যায়নি। তারা আমাদের অনুকরণ করতেও ছাড়ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *