Rashmika engagement ring Cost। ফেব্রুয়ারিতে বিয়ে! বিজয়ের পরানো ১.৫ ক্যারেট হীরে রশ্মিকার অনামিকায়

Spread the love

অভিনেত্রী রশ্মিকা মন্দানা আর বিজয় দেবেরাকোন্ডার বাগদান এখন কোনও সিক্রেট নয়। শীঘ্রই চারহাত এক হবে দক্ষিণী ইন্ডাস্ট্রির এই দুই তারকার। সম্প্রতি জগপতি বাবুর জি ৫ টক শো-তে হাজির হয়েছিলেন পুষ্পারাজের শ্রীভল্লি। যেখানে তিনি তাঁর আসন্ন ছবি দ্য গার্লফ্রেন্ডের প্রচার সারলেন। তবে নতুন প্রোমোয় সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ল তাঁর অনামিকার হীরের আংটি।

বিজয়-ময় রশ্মিকার জীবন

এই আংটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রশ্মিকা লাজে রাঙা। বিজয় জগপতির শোতে লাল রঙা প্রিন্টেট সালোয়ার স্যুট পরে হাজির হন রশ্মিকা। আংটিটি সবার দৃষ্টি আকর্ষণ করে যখন ফ্যানেদের অভিবাদন জানানোর জন্য তিনি তাঁর ট্রেডমার্ক পোজ দেন, হাত দিয়ে হৃদয় বানানোর। বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে রশ্মিকার সঙ্গে খুনসুটি করতে ছাড়েননি সঞ্চালক। রশ্মিকার জীবন বিজয়-ময় বলেই ফেললেন বিজয় জগপতি। তিনি বলেন, ‘বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে (আপনার) বন্ধুত্ব। বিজয় সেতুপতির ভক্ত। এবং থালাপতি বিজয়, সর্বকালের ভক্ত। সুতরাং আপনি জীবনে বিজয় (সাফল্য) এবং বিজয়ের মালিক, আমার ধারণা’। এমনকি তিনি এর পরে শ্রোতাদের দিকে তাকিয়ে চোখ মেরেছিলেন। এইসব শুনে রশ্মিকার ঠোঁটের কোণায় লাজুক হাসি থামেনি।

হোস্ট এরপর তাঁর আঙুলে জ্বলজ্বল করা আংটি নিয়ে প্রশ্ন রাখেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ‘তাহলে এই আংটিগুলি কি সংবেদনশীল নাকি…?’ নায়িকা হাসিমুখে বলেন, ‘এগুলো খুবই গুরুত্বপূর্ণ আংটি।’ তারপরে সঞ্চালক আরও বলেন, ‘আমি নিশ্চিত যে এই আংটিগুলির মধ্যে একটি আপনার প্রিয় এবং এর পিছনে একটি ইতিহাস রয়েছে। রশ্মিকা লজ্জা না পেয়ে থাকতে পারেননি, জীবনের নতুন অধ্যায় নিয়ে তিনি বলেন,”আমি এটি উপভোগ করছি।’

রশ্মিকার বাগদানের আংটির দাম কত?

রশ্মিকার বাগদানের আংটির দাম এখনও জন সমক্ষে আনা হয়নি। তবে জুয়েলারি ডিজাইনার তথা সমাজ মাধ্যম প্রভাবী ধ্রুমিত মেরুলিয়া এই আংটির দাম কত হতে পারে তার আভাস দিয়েছেন। ধ্রুমিত জানান, রশ্মিকার হাতের এই আংটি ১.৫ ক্যারেট হিরের। গোলাকৃতি হিরেটিতে রয়েছে ফ্লাশ সেটিং। তাঁর মতে, এই আংটির দাম কমপক্ষে ২২ লক্ষ ৮৮ হাজার টাকা।

রশ্মিকা মন্দন্না এবং বিজয় দেবেরাকোন্ডার বাগদান

এই বছরের অক্টোবরে হায়দরাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাগদান সেরেছিলেন রশ্মিকা এবং বিজয়। যদিও এই দম্পতি এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বা ছবি শেয়ার করেননি। বিজয়ের দল এইচটিকে নিশ্চিত করেছে যে এই দম্পতি আংটি বদল সেরেছেন। আরও জানা গিয়েছে তাঁরা ২০২৬-এর ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধবেন। গীতা গোবিন্দম, ডিয়ার কমরেড- এ একসাথে অভিনয় করার পর থেকে দুজনে প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। দীর্ঘ ৭ বছর পর সাত পাক ঘোরার দোরগোড়ায় বিজয়-রশ্মিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *