RCB vs PBKS Likely XI। IPL ফাইনালে আরসিবি ও পঞ্জাবের সম্ভাব্য দল

Spread the love

কোয়ালিফায়ারে যে দল নিয়ে বাজিমাত করেছে আরসিবি ও পঞ্জাব কিংস, আইপিএল ২০২৫-এর ফাইনালে সেই কম্বিনেশন নিয়েই তাদের মাঠে নামার সম্ভাবনা প্রবল। তবে চোট-আঘাতের জন্য প্রথম কোয়ালিফায়ারে পূর্ণ শক্তির দল হাতে পায়নি আরসিবি। সম্ভবত সেই কারণেই তাদের ফাইনালের প্লেয়িং ইলেভেন তথা ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় ছোটখাটো রদবদল চোখে পড়তে পারে।

হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য টিম ডেভিডকে শেষ ২টি ম্যাচের দলে পায়নি আরসিবি। ফাইনালের আগে যদি ডেভিডের চোট সেরে যায়, তবে তিনি সরাসরি খেতাবি লড়াইয়ে মাঠে নেমে পড়তে পারেন। সেক্ষেত্রে আরসিবিকে বদল করতে হবে একজন বিদেশি ক্রিকেটার। এক্ষেত্রে কোপ পড়তে পারে লিয়াম লিভিংস্টোনের উপরে। অর্থাৎ, টিম ডেভিড ফিট হয়ে উঠলে তিনি লিভিংস্টোনোর জায়গায় আইপিএল ফাইনাল খেলতে পারেন।

অন্যদিকে যুজবেন্দ্র চাহাল চলতি আইপিএলে চোট-আঘাত সমস্যায় ভুগছেন। তিনি চোট সারিয়ে পঞ্জাবের হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামেন। নিজের ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন চাহাল। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারের পরে পঞ্জাব শিবির থেকেই ইঙ্গিত মেলে যে, যুজবেন্দ্র পুরোপুরি ম্যাচ ফিট নন। তাই ফুল ফিট না হলে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে চাহালকে মাঠে নামানোর ঝুঁকি নাও নিতে পারে পঞ্জাব। সেক্ষেত্রে তারা হরপ্রীত ব্রারকে সুযোগ করে দিতে পারে।

ইমপ্যাক্ট প্লেয়ার-সহ আরসিবির সম্ভাব্য ১২

ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, রজত পতিদার (ক্যাপ্টেন), লিয়াম লিভিংস্টোন/টিম ডেভিড, জিতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জোশ হেজেলউড ও সুয়াশ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার-সহ পঞ্জাবের সম্ভাব্য ১২

প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, জোশ ইংলিস (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতউল্লাহ ওমরজাই, বিজয়কুমার বৈশাক, কাইল জেমিসন, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল/হরপ্রীত ব্রার।

উল্লেখ্য, আরসিবি এই নিয়ে মোট ৪ বার আইপিএলের ফাইনালে ওঠে। তবে আগের তিনবারই খেতাবি লড়াইয়ে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের ফাইনালে পরাজিত হয় বেঙ্গালুরু। অন্যদিকে পঞ্জাব এই নিয়ে দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে ওঠে। ২০১৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে কেকেআরের কাছে পরাজিত হয় তারা। সেই নিরিখে পঞ্জাব দীর্ঘ ১১ বছর পরে ফের আইপিএলের খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয়। আরসিবি ফের আইপিএলের ফাইনালে ওঠে ৯ বছর পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *