RG Kar Victim’s father on Kasba Gangrape। কসবা কাণ্ডে বিস্ফোরক আরজি করের নির্যাতিতার বাবা

Spread the love

কলকাতার কসবা এলাকার সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতরে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ খুলেছেন আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার বাবা। তিনি বলেন, এ ধরনের ঘটনা বারবার ঘটছে। আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তার পর বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। তার পরেও এ ধরনের ঘটনা অব্যাহত রয়েছে।’

গত বছর আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার হওয়া চিকিৎসকের বাবা বারবার মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘কলেজের ভিতরের লোকজন এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এক্ষেত্রে সরকারের ভূমিকা রয়েছে। এই কারণেই এসব ঘটনা ঘটছে।’উল্লেখ্য, গ্রেফতার হওয়া তিনজনই (মনোজিৎ মিশ্র, জেব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়) তৃণমূলের। তাই এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা এই রাজনৈতিক দলেরই নিশ্চিত করা উচিত বলে মত আরজি করের নির্যাতিতার বাবার। তাঁর মতে, অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত।

প্রসঙ্গত, প্রথম বর্ষের ছাত্রীর এফআইআরের পর শুক্রবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ল’ কলেজের ভিতরে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মনোজিৎ মিশ্র সেই কলেজেরই অস্থায়ী কর্মী এবং প্রাক্তনী। জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় কলেজের পড়ুয়া।পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার তালবাগান ক্রসিংয়ের কাছ থেকে মিশ্র ও আহমেদকে গ্রেফতার করা হয়, এবং সেই রাতেই প্রমিত মুখোপাধ্যায়কে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *