দুরন্ত ছন্দে থাকার সময় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন পন্ত। ৬৭.৪ ওভারে ক্রিস ওকসের ইয়র্কার লেংথের বলে রিভার্স সুইপ মারার চেষ্টা করেন। কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। ব্যাটের নীচের দিকে বলটা লেগে তাঁর ডানপায়ের বুটে আছড়ে পড়ে। এমনই অবস্থা হয় যে হাঁটতেও পারছিলেন না। গাড়ি করে তাঁকে বের করে নিয়ে যেতে হয়।
পন্তের যা অবস্থা, তাতে ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে সম্ভবত ছিটকে গেলেন ভারতীয় তারকা। ঢোল হয়ে পা ফুলে গিয়েছে। রক্তও বেরিয়েছে। আর কতটা অবস্থা খারাপ হলে পন্ত যে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে পারেন, সেটা অনুমেয়। বিশেষত দারুণ ছন্দেও খেলছিলেন। ৪৮ বলে ৩৭ রান করে ফেলেছিলেন পন্ত।
তারইমধ্যে ইতিহাস গড়েছেন পন্ত। টেস্টের ইতিহাসে প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে বিদেশে ১,০০০ রানের বেশি করার নজির গড়লেন ভারতীয় তারকা। আর সর্বোচ্চ রানের তালিকায় পন্তই আছেন দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ায় ৮৭৯ রান করেছেন। আর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত ইংল্যান্ডে ১,০১৮ রান করেছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার।
বিদেশি উইকেটকিপার-ব্যাটার হিসেবে ইংল্যান্ডে সর্বোচ্চ রানের তালিকায় নিজের আধিপত্য আরও কিছুটা বাড়িয়ে নিয়েছেন পন্ত। দ্বিতীয় স্থানে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি (৭৭৮ রান)। তিনে আছেন অস্ট্রেলিয়ার রড মার্শ (৭৭৩ রান)। চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার জন ওয়েট (৬৮৪ রান)। আর পাঁচে আছেন অস্ট্রেলিয়ার ইয়ান হিলি (৬২৪ রান)। অর্থাৎ প্রথম বিদেশি হিসেবে ইংল্যান্ডে টেস্টে ১,০০০ রান করলেন পন্ত।

সেইসঙ্গে ছক্কার নিরিখে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিয়েছেন পন্ত। বুধবার ম্যাঞ্চেস্টারে একটি ছক্কা মারেন। সেটার সুবাদে টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কা মারার তালিকায় রোহিতকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পন্ত। টেস্টে তাঁর ছক্কার সংখ্যা ৮৯। সামনে আছেন শুধুমাত্র বীরেন্দ্র সেহওয়াগ (৯০টি ছক্কা)। যদি ম্যাঞ্চেস্টারে খেলতে পারেন, তাহলে সেই রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি।
তাৎপর্যপূর্ণভাবে ইংল্যান্ডে ১৩ তম টেস্ট খেলছেন পন্ত। ২৪টি ইনিংসে মোট ১,০১৮ রান করেছেন। চোট পাওয়ার আগে যে ছন্দে খেলছিলেন, তাতে সেই রানটা আরও বাড়তে পারত। তবে আসল বিষয়টা অন্য। ভারতে টেস্টে যত রান করেছেন, ইংল্যান্ডে তার থেকে মাত্র কয়েকটা রান কম করেছেন পন্ত। ভারতে ১৩টি টেস্টে ১,০৬১ রান করেছেন তারকা উইকেটকিপার-ব্যাটার।