Rising Stars Asia Cup 2025 Latest Update। ভারতীয় এ দলে বৈভব এবং বাংলার তারকা ক্রিকেটার

Spread the love

ভারতীয় এ দলের স্কোয়াডে সুযোগ পেলেন ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। এদিকে দলে আছেন চন্দননগরের অভিষেক পোড়েলও। এদিকে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন জিতেশ শর্মা। উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর থেকে দোহায় অনুষ্ঠিত হতে চলছে রাইজিং স্টারস এশিয়া কাপ। সেই প্রতিযোগিতার জন্যই দল ঘোষণা করল বিসিসিআই। সেই দলের সহঅধিনায়ক করা হয়েছে নমন ধীর।

রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য বাছাই করা ইন্ডিয়া ‘এ’ দল: প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধীর (সহঅধিনায়ক), সূর্য্যশ শেডগে, জিতেশ শর্মা (অধিনায়ক) (উইকেটরক্ষক), অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, বিজয় কুমার ব্যশাক, যুধবীর সিং চরক, সুয়শ শর্মা।

স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে: গুরনুর সিং ব্রার, কুমার কুশাগ্র, তনুশ কোটিয়ান, সমীর রিজভি, শেখ রশিদ।

এদিকে আট দলের এই প্রতিযোগিতায় ভারত আছে এ গ্রুপে রয়েছে। পাকিস্তান এ ছাড়া ভারতের গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরাত এ এবং ওমান এ। এদিকে অপর গ্রুপে রয়েছে বাংলাদেশ এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ এবং হংকং এ। এই প্রতিযোগিতায় দুটি গ্রুপের সেরা ২টি করে দল সেমিফাইনালে উঠবে। তারপর আগামী ২৩ নভেম্বর হবে ফাইনাল। এদিকে গ্রুপ পর্বে ভারতের এ দল প্রথম ম্যাচ খেলবে আগামী ১৪ নভেম্বর। তাঁদের প্রতিপক্ষ হবে ইউএই এ। এরপর ভারত এ দলের দ্বিতীয় ম্যাচ পাকিস্তান এ-এর বিরুদ্ধে আগামী ১৬ নভেম্বর। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ওমান এ-র বিরুদ্ধে জিতেশরা খেলবেন ১৮ নভেম্বর। এরপর ২১ নভেম্বরই দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *