৪ সেপ্টেম্বর আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আবার রাত জা ল কলকাতা। এদিন শ্যামবাজারের রাত দখল কর্মসূচিতে যোগ দিতে আসেন ঋতুপর্ণা(Rituparna Sengupta)। সেখানে তাঁকে দেখেই ওঠে গো ব্যাক স্লোগান। জনরোষে পড়ে ফিরতে গেলে তাঁর গাড়িকেও ধাক্কা দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করেন সুদীপ্তা-অনন্যা।
কী লেখেন সুদীপ্তা?
সুদীপ্তা এদিন ঋতুপর্ণার সমর্থনে একটি ফেসবুক পোস্ট করেন, সেখানে তিনি জানিয়ে দেন এদিন তাঁর সহকর্মীর সঙ্গে যা ঘটেছে সেটা ঠিক হয়নি। অভিনেত্রীর কথায়, ‘ ওঁর অবস্থান আপনাদের ভালো লাগেনি। ওঁর এডিটেড ভিডিয়োকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। খুব ভালো। উনি আসতেই গো ব্যাক স্লোগান তুলেছেন। সেটাও মেনে নেওয়া যায়। উনিও সেটা মেনে ওই জায়গা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। তারপরেও তাঁর গাড়ির জানলায় কেন মারা হল? কেন গাড়িতে ধাক্কা দেওয়া হল যখন উঞ্জ ভিতরে বসে? এটা অত্যন্ত ভয়াবহ। তীব্র ধিক্কার জানাচ্ছি এর। ‘
ঋতুপর্ণাকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়ে এদিন সুদীপ্তা আরও লেখেন, ‘ আপনারা কি ভুলে গেছেন কাদের জন্য কেন রাত দখলে পথে নেমেছেন? মেয়েদের নিরাপত্তার জন্য পথে নেমে আরেক মহিলার সম্মানহানির চেষ্টা করছেন? সাধারণ একজন মানুষ হওয়ার অধিকার কাড়তে চাইছেন? কী করে পারছেন? কলকাতাবাসী তোমাদের আজকের এই কাজকে সমর্থন করলাম না।’
কী লিখলেন অনন্যা?
অনন্যা চট্টোপাধ্যায় এদিন ঋতুপর্ণার সমর্থনে একটি পোস্ট করেন। তিনি তাঁর ফেসবুকের পাতায় সেই পোস্টে লেখেন, ‘ ঋতুপর্ণা সেনগুপ্তর অপমানের তীব্র সমালোচনা করছি। মানুষকে অনুরোধ করছি, লড়াইটা সঠিক ভাবে বাছুন। এখন আমাদের অনেকেই লক্ষ্যভ্রষ্ট করতে চাইবেন। তাঁদের সফল হতে দেবেন না। প্লিজ।’
কী ঘটেছে?
আরও অনেকে সহ নাগরিকদের মতোই এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) রাত দখল কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে হাজির হতেই তাঁকে দেখে উঠল গো ব্যাক স্লোগান। এদিন রীতিমত জনরোষের মুখে পড়েন অভিনেত্রী। জানা গিয়েছে, শ্যামবাজারে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বুধবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘গো ব্যাক’ স্লোগানও শুনতে হয় তাঁকে। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পরেও আন্দোলনকারীদের ধিক্কার স্লোগান শুনে গাড়িতে উঠে বেরিয়ে যেতে বাধ্য হন অভিনেত্রী।