আজ সকালে রাঙ্গা রেড্ডি জেলার চেভেল্লা মণ্ডলের মিরজাগুড়ার কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নুড়ি বোঝাই একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। ঘটনায় বহু যাত্রী জখম হয়েছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা কম করে ১৬। জখম যাত্রীদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। জানা গিয়েছে, সংঘর্ষের সময় যাত্রীবাহী বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। উদ্ধার অভিযান চলছে এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য শেভেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে শেভেলা-ভিকারাবাদ রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মন্ত্রী পোন্নেম প্রভাকর এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাৎক্ষণিকভাবে আরটিসির এমডি নাগিরেড্ডির সাথে কথা বলে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেন এবং রাঙ্গা রেড্ডি জেলা কালেক্টরের সাথে কথা বলেন। আহত সকলের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি জেলা প্রশাসনকে। এদিকে আরটিসি কর্মকর্তাদের দেরি না করে দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর নির্দেশ দেন মন্ত্রী প্রভাকর। এদিকে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও চেভেল্লা মণ্ডলের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর এবং প্রয়োজনীয় সকল ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আপডেট দেওয়ার জন্যও তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, এখনও পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাস্থল থেকে। দুর্ঘটনায় যাত্রীদের পাশাপাশি ট্রাক চালকেরও মৃত্যু হয়েছে। রাজেন্দ্রনগরের ডিসিপি যোগেশ গৌতম জানান, ট্রাকটি যখন দুর্ঘটনার কবলে পড়ে, তখন সেটি ডানদিকের লেনে ছিল। পুলিশ আধিকারিক বলেন, ‘অন্য কোনও গাড়িকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি এই দুর্ঘটনা ঘটিয়েছিল কি না, তা তদন্ত করে দেখতে হবে।’