RR-এর কাছে হেরে লজ্জায় মুখ পুড়ল CSK-এর! ফিরল ২০২২-এর দুর্দশা

Spread the love

মঙ্গলবার (২০ মে) দিল্লির কোটলায় আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংস ফের হারের মুখ দেখে। এদিন আইপিএলে ৬২তম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছেও হেরে বসে মহেন্দ্র সিং ধোনির সিএসকে। এই নিয়ে তারা ২০২৫ মরশুমের দশ নম্বর ম্যাচে পরাজয়ের মুখোমুখি হল, যা একক সংস্করণে তাদের সর্বাধিক পরাজয়ের যৌথ ভাবে সবচেয়ে খারাপ রেকর্ড।

এই অবাঞ্ছিত পরিসংখ্যান ২০২২ সালের স্মৃতি ফিরিয়ে এনেছে, যখন সিএসকে এক সংস্করণে ১০টি ম্যাচেই হেরে বসেছিল। সেবার তারা পয়েন্ট টেবলের নয় নম্বরে শেষ করেছিল। এছাড়া সিএসকে-র এক মরশুমে আটটি ম্যাচ হারের অন্য দু’টি ঘটনা ঘটেছিল ২০১২ এবং ২০২০ সালে। তবে এর পরেও ২০১২ সালে তারা রানার্স হয়েছিল। ২০২০ সালে অবশ্য লিগ পর্বেই ছিটকে গিয়েছিল।

তবে, ২০২৫ সালে তাদের হাল আরও খারাপ। তারা এবার পয়েন্ট টেবলের লাস্টবয়। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিতলেও, নেট রানরেটে পিছিয়ে থাকার সুবাদে হয়তো তলানীতেই শেষ করবে সিএসকে। আর শেষ ম্যাচ হারলে, ১১টি হারের বোঝা কাঁধে নিয়ে, ২০২২ সালের দুর্দশাকেও ছাপিয়ে যাবে ধোনির চেন্নাই। সেক্ষেত্রে এক মরশুমে সর্বাধিক পরাজয়ের রেকর্ড গড়বে সিএসকে।

এই বছর ব্যাট এবং বল- উভয় ক্ষেত্রেই খারাপ পারফরম্যান্স করেছে সিএসকে। চোট-আঘাত সমস্যা, ধারাবাহিকতার অভাব, ফায়ারপাওয়ারের অভাব – এই সব কিছুই চেন্নাইয়ের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। দলটি শুরু থেকেই গতি খুঁজে পেতে এবার লড়াই করেছে। এবং দশ দলের লড়াইয়ে প্রথম দল হিসেবে সবার আগে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। 

চেন্নাই এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে তারা। আয়ুষ মাত্রে ২০ বলে ৪৩ রান করেন। ২৫ বলে ৪২ করেন ডেওয়াল্ড ব্রেভিস। ৩২ বলে ৩৯ করেছেন শিবম দুবে। রাজস্থানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন যুধবীর সিং এবং আকাশ মাধওয়াল। পালটা রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে ১৮৮ রানে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। ৩৩ বলে ৫৭ করেছে বৈভব সূর্যবংশী। ৩১ বলে ৪১ করেছেন সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়াল করেছেন ১৯ বলে ৩৬ রান। ১২ বলে অপরাজিত ৩১ করেছেন ধ্রুব জুরেল। সিএসকে-র হয়ে ২ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *