Saiyaara day 9। রেইড ২-সিতারে জমিন পরকে ছাপিয়ে গেল সাইয়ারা

Spread the love

আহান পান্ডে ও অনীত পাড্ডার নতুন জুটি পর্দায় দারুণ সাড়া পাচ্ছে। এই দুই নতুন অভিনেতা তাঁদের প্রথম ছবি সাইয়ারা দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন। মোহিত সুরি পরিচালিত এই সিনেমা দেখে রীতিমতো কেঁদে ভাসাচ্ছে দর্শকরা। আর এটাই যেন এই সিনেমার ইউএসপি।

দ্বিতীয় সপ্তাহে এসেও সাইয়ারা-র গতি বেশ ভালো। কালেকশনের কথা বললে, মাত্র এক সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল সাইয়ারা। যা অনেক বড় বড় তারকাদের সিনেমা করতে পারেনি।

৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়রা’ নবম দিনে অর্থাৎ শনিবার ভারতে আয় করেছে ২৬.৫ কোটি টাকা। অষ্টম দিনের (শুক্রবার) সংগ্রহ ছিল ১৮ কোটি টাকা। ৯ দিনে ভারতে মোট আয় ২১৭.২৫ কোটি।

বিশ্বব্যাপী আয়ের কথা বললে এই অঙ্ক ৩০০ কোটিতে পৌঁছাতে চলেছে। ছবিটি এখন অজয় দেবগনের রেইড ২ এবং আমির খানের ‘সিতারে জমিন পর’কে ছাড়িয়ে গিয়েছে। নির্মাতাদের তরফ থেকে ছবির বাজেট ৫০ কোটি টাকা হওয়ার কথা বলা হয়েছে।

ছবির বাজেট ৫০ কোটি টাকা হওয়ার কথা বলা হয়েছে। ছবির গল্প হল উদীয়মান সঙ্গীতশিল্পী কৃষ কাপুর (আহান পাণ্ডে) এবং সাংবাদিক বাণী বাত্রা (অনীত পাদ্দা)-র গল্প। একদিকে, বাণী কৃষকে তাঁর স্বপ্নের দিকে উড়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে, অন্য দিকে, একটি গোপন বিষয় হঠাৎ সামনে আসে, যা তাদের সম্পর্ককে ভেঙে দেয়। এই সিনেমার আরেক আকর্ষণ হল এর গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *