Sam Altman on Indian Market। আমেরিকাকে টক্কর দেবে ভারত! কোন বাজারে? 

Spread the love

শুল্ক ইস্যুতে যখন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারদ চড়ছে তখনই মার্কিন শিল্পোদ্যোগী তথা ওপেন এাই-র সিইও স্যাম অল্টম্যান দিলেন এআই-র (কৃত্তিম বুদ্ধিমত্তা/আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স) বাজার নিয়ে বড় বার্তা। স্যাম মনে করছেন আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের বাজারে ভারত সবচেয়ে বড় মার্কেট হয়ে উঠতে পারে। এক্ষেত্রে তাঁর তাবড় এক মন্তব্য এই মুহূর্তে কাড়ছে খবরের শিরোনাম।

‘ওপেন এআই’ সদ্য তার নেক্সট জেনারেশন মডেল ‘চ্যাট জিপিটি ৫’ বাজারে এনেছে। বর্তমানে ভারত, এই সংস্থার দ্বিতীয় বৃহত্তম বাজার। ভারতের আগে রয়েছে একমাত্র আমেরিকা। আর সেই জায়গা থেকেই এআই মার্কেটের নিরিখে বড়সড় পূর্বাভাস রয়েছে স্যাম অল্টম্যানের তরফে। তিনি বলছেন, ভারতীয়রা এআই ব্যবহারে ‘দারুণ’! ঠিক কী বলেছেন অল্টম্যান?

স্যাম অল্টম্যান বলেন,’ আমেরিকার পরে ভারত আমাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার, এবং এটি আমাদের বৃহত্তম বাজার হতে পারে। এটি অবিশ্বাস্যভাবে দ্রুত বর্ধনশীল, তবে ব্যবহারকারীরা এআই দিয়ে যা করছেন, ভারতের নাগরিকরা এআই দিয়ে যা করছেন, তা সত্যিই বেশ উল্লেখযোগ্য।’  ভারতের এআই বাজার নিয়ে উচ্ছ্বসিত অল্টম্যান বলছেন,’ আমরা বিশেষ করে ভারতে পণ্য আনার উপর মনোনিবেশ করছি, স্থানীয় অংশীদারদের সাথে কাজ করছি যাতে এআই ভারতের জন্য দুর্দান্ত কাজ করে এবং সারা দেশের মানুষের জন্য এটি আরও সাশ্রয়ী হয়। বৃদ্ধির হার বিবেচনা করে আমরা এখানে অনেক মনোযোগ দিচ্ছি এবং আমি সেপ্টেম্বরে সফরে আসতে (ভারতে) আগ্রহী।’ প্রসঙ্গত, তাঁর বার্তাতেই স্যাম অল্টম্যান স্পষ্ট করেছেন সেপ্টেম্বরেই ভারত সফরে আসছেন এই মার্কিন শিল্পোদ্যোগী তথা ওপেন এআই কর্তা।

বাজারে চ্যাটজিপিটি ৫ আসা নিয়ে মার্কিন শিল্পোদ্যোগী স্যাম অল্টম্যান বলেন, আমরা API-তে তিনটি আকারে GPT-5 প্রকাশ করছি — gpt-5, gpt-5-mini, এবং gpt-5-nano। ডেভেলপারদের কর্মক্ষমতা, খরচের দিকে নজর রেখে তা করা হচ্ছে। ChatGPT-এর প্রধান নিক টার্লি বলছেন, যে নতুন মডেলটি ১২ টিরও বেশি ভারতীয় ভাষায় বোঝাপড়া উল্লেখযোগ্যভাবে উন্নত করে। তিনিও স্যামের সুরেই বলছেন,’ভারত আমাদের জন্য একটি অগ্রাধিকারমূলক বাজার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *