Sanatan Dinda। ‘আমার বোন নিহত তিলোত্তমা দিন্ডা’

Spread the love

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব গোটা রাজ্য। ঘটনার প্রতিবাদে সুদীপ্তা চক্রবর্তী সহ বেশকিছু নামী শিল্পী রাজ্য় সরকারের থেকে পাওয়া পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর এবার ঘটনার প্রতিবাদে বড় সিদ্ধান্ত নিলেন চিত্রকর সনাতন দিন্ডা। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য চরুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন চিত্রকর সনাতন দিন্ডা।

এবিষয়ে শিল্পী সনাতন দিন্ডা নিজেই নিজের ফেসবুকের পাতায় নিজের মতামত জানিয়ে একটা পোস্ট করেছেন। আরজি করের নির্যাতিতাকে নিজের বোন বলে পরিচয় দিয়ে তিনি লেখেন, ‘আমি সনাতন দিন্ডা। পিতা স্বর্গত শ্রী রতি কান্ত দিন্ডা , মাতা স্বর্গত শ্রীমতি পারুল দিন্ডা, বোন নিহত ‘ তিলোত্তমা’ দিন্ডা। আদি নীবাস ‘কুমারটুলী’ আর. জি. কর হাসপাতাল সংলগ্ন প.ব। দীর্ঘ দিন ‘রাজ্য চারু কলা পর্ষদের ‘কার্যকারী সদস্য ছিলাম । দীর্ঘ অনুপস্থিত এবং আমার কোনো ভূমিকা সেখানে ছিল না। তার পরও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম।’

শিল্পী সনাতন দিন্দার এই সিদ্ধান্ত ও পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন বহু নেটনাগরিক। এক নেটিজেন লিখেছেন, ‘এই সিদ্ধান্তকে কুর্নিশ’। কেউ লিখেছেন, ‘আপনার এই নির্ভীক প্রতিষ্ঠাকে সাধুবাদ জানাই’। কেউ বলেছেন, ‘ভাল থেকো। আজ শিক্ষক দিবস। শেখালে’। কারোর মন্তব্য, ‘দাদা তোমাকে তো শ্রদ্ধা করতাম আগে থেকেই, আরো শ্রদ্ধা বেড়ে গেলো। লড়াইটা তিলোত্তমার জন্য, একটা যুগ সাক্ষী থেকে যাক।’ কেউ জানিয়েছেন, ‘লাল সেলাম কমরেড’। এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।

প্রসঙ্গত, আগেই আরজি করের ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন শিল্পী সনাতন দিন্ডা। এর আগে তিনি দুর্গা পুজোর মণ্ডপে আরজি করের ঘটনার প্রতিবাদের কথা তুলে ধরার কথা বলেছিলেন। এবার তিনি ভবানীপুর ৭৫ পল্লী এবং বাঘাযতীন সেন্টার ক্লাবের প্রতিমা তৈরি করছেন। তাই আরজি করের নির্যাতিতাকে স্মরণ করেই তিনি এবার প্রতিমা তৈরি করবেন বলে জানিয়েছিলেন সনাতন দিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *