SaReGaMaPa: দেবের ঘরের মেয়ে অঙ্কনা সারেগামাপায় ! ‘লগ যা গলে’ গাওয়ার ভিডিয়ো যাবে রহমানের কাছে

Spread the love

সারেগামাপা-র গ্র্যান্ড অডিশনের লেভেল টু-তে নজর কাড়লেন ঘাটালের মেয়ে অঙ্কনা। বাংলা গানের এই রিয়েলিটি শো-এর কদর বরাবরই দর্শকের মনে। এবার বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নিয়েছেন সারেগামাপা-তে। ছোট্ট অঙ্কনা তাঁর সুরেলা মিঠে গলায় লগ যা গলে গেয়ে জিতে নিল সব বিচারকের মন।

জি বাংলার তরফে তাদের সামাজিক পেজে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা মিলল অঙ্কনার গাওয়া গানের ছোট্ট ঝলক। সুপারহিট গান চুপকে সে লগ যা গলে গাইলেন অঙ্কনা। যা ২০০২ সালের সাথিয়া সিনেমার জন্য গেয়েছিলেন সাধনা সরগম, মুর্তুজা, কাদির। গানের সুর ছিল এআর রহমানের। আর গানটি লিখেছিলেন গুলজার। বিবেক ওবেরয়, রানি মুখোপাধ্যায় অভিনীত সিনেমাটি যতটা ছাপ ফেলেছিল দর্শক মনে, ততটাই এই ছবির গানও।

২০২৪ সালে এসে বদলে দেওয়া হয়েছে সারেগামাপা-র ফরম্যাট। এবারে আর কোনও মেন্টার রাখা হয়নি। বরং ৮ বিচারককে ৪টি টিমে ভাগ করে দেওয়া হয়েছে। জাভেদ আলি-অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী-রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়-শান্তনু মৈত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত-অন্তরা মৈত্র রয়েছেন জুটিতে। প্রতিযোগীদের গান শুনে বাজার প্রেস করছেন বিচারকরা। আর একের বেশিবিচারক বাজার টিপলে পছন্দের টিম পছন্দের সুযোগ পাচ্ছেন প্রতিযোগীরা। আর মহাগুরুর দায়িত্বে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া।

তবে টিআরপি তালিকায় সেভাবে এখনও সুবিধা করে উঠতে পারেনি সারেগামাপা। রেটিং গ্রাফ বেশ নিম্নমুখী। তবে আশা রাখা হচ্ছে অডিশন রাউন্ড শেষ হলে, ফাইনাল প্রতিযোগীদের নিয়ে মূল পর্ব শুরু হলেই, দর্শক বসবেন টিভির সামনে। গত সিজনে সারেগামাপা-র ট্রফি উঠেছিল পদ্মপলাশের হাতে।

অঙ্কনার গলায় এই গান শুনে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা গেল ইমন চক্রবর্তী থেকে শুরু করে ইন্দ্রদীপদের। আর জাভেদ আলি বলে ওঠেন, ‘এই গানের ভিডিয়ো আমি রহমান সাহেবকে পাঠাব’।

অঙ্কনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। যেখান থেকে পরপর ৩বার লোকসভা ভোটে জিতেছেন টলিউডের সুপারস্টার অভিনেতা দেব। সেই মফসস্বল থেকেই এবারের সারেগামাপা-তে উঠে এসেছে এত সুন্দর এক প্রতিভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *