Sealdah-Jalpaiguri Road Train Timetable। রানাঘাট, নসিপুর সেতু হয়ে উত্তরবঙ্গ

Spread the love

প্রায় ছয় দশক ধরে যে দিনটার জন্য অপেক্ষা করা হচ্ছিল, সেটা আসতে চলেছে আগামী শনিবার (১৪ জুন)। কারণ আবারও ভাগীরথীর পূর্ব পার (নসিপুর সেতু) দিয়ে উত্তরবঙ্গগামী ট্রেন ছুটবে। অর্থাৎ নসিপুর সেতু পেরিয়ে উত্তরবঙ্গ যাবে সেই ট্রেন। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত যে ট্রেন চালুর অনুমোদন মিলেছিল, সেটার যাত্রা অবশেষে শনিবার থেকে শুরু হবে। আর উত্তরবঙ্গগামী অন্যান্য ট্রেনের মতো ভাগীরথীর পশ্চিম পার দিয়ে নয়, পূর্ব পার দিয়ে ছুটবে শিয়ালদা-জলপাইগুড়ি রোড-শিয়ালদা স্পেশাল। সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদও জানিয়েছেন জলপাইগুড়ি বিজেপি সাংসদ।

শিয়ালদা-জলপাইগুড়ি রোড স্পেশাল ট্রেনের সময়সূচি

১) শিয়ালদা: প্রতি সপ্তাহে শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে।

২) মালদা টাউন: শনিবার সকাল ৬ টা ২০ মিনিটে পৌঁছাবে। ১০ মিনিট দাঁড়াবে।

৩) নিউ জলপাইগুড়ি: সকাল ১০ টা ৩০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে সকাল ১০ টা ৪০ মিনিটে।

৪) জলপাইগুড়ি রোড: শনিবার বেলা ১২ টা ১৫ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছাবে।

জলপাইগুড়ি রোড-শিয়ালদা স্পেশাল ট্রেনের সময়সূচি

১) জলপাইগুড়ি রোড: প্রতি শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়বে।

২) নিউ জলপাইগুড়ি: শনিবার রাত ৯ টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। স্টপেজ ১০ মিনিটের।

৩) মালদা টাউন: রবিবার (ইংরেজি মতে) রাত ১ টা ৩০ মিনিটে পৌঁছাবে। ১০ মিনিট দাঁড়াবে মালদা টাউন স্টেশনে।

৪) শিয়ালদা: রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে শিয়ালদা স্টেশনে পৌঁছাবে।

কোন কোন স্টেশনে স্পেশাল ট্রেন দাঁড়াবে?

শিয়ালদা, নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদা টাউন, আলুবাড়ি রোড, বাসোই, সামসি, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি রোড।

কতগুলি কোচ থাকবে শিয়ালদা-জলপাইগুড়ি রোড স্পেশালে?

আপাতত যা খবর, তাতে শিয়ালদা-জলপাইগুড়ি রোড-শিয়ালদা স্পেশাল ট্রেনে মোট ১৯টি কোচ থাকছে। সেগুলির মধ্যে ১৬টিই এসি থ্রি-টিয়ার কোচ। দুটি কোচ বরাদ্দ করা হয়েছে প্যান্ট্রি কারের জন্য। একটি কোচ থাকবে মালপত্রের জন্য। সূত্রের খবর, হামসফর এক্সপ্রেসের ধাঁচে শিয়ালদা-জলপাইগুড়ি রোড-শিয়ালদা স্পেশাল ট্রেনে কোচ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *