Shashi Tharoor। দেশের হয়ে কথা বলেছি মানেই লাফিয়ে BJP-তে যাচ্ছি না

Spread the love

শশী থারুর কি শেষমেশ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন? অপারেশন সিঁদুরের বিশেষ প্রতিনিধি দলের সদস্য হয়ে বিভিন্ন দেশে যাওয়ার পর থেকেই এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তৈরি হয়েছে জল্পনা। তবে এবার সেইসব জল্পনার অবসান ঘটালেন কংগ্রেস সাংসদ। নিজেই এই বিষয়ে মুখ খুললেন। জানালেন, বিজেপিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর।

মোদীর প্রশংসায় পঞ্চমুখ থারুর

এপ্রিল মাসে পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত। পরে সেই অপারেশনে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়। এই ঘটনার কিছুদিন পরেই ভারতের তরফে বিশেষ প্রতিনিধি দল পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে। শান্তির সপক্ষে ভারতের জন্য সমর্থন আদায়ই লক্ষ্য ছিল ওই দলগুলির। এই সময় বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন থারুর। এর পর থেকেই শুরু হয় তাঁকে নিয়ে জল্পনা।

‘তিনি আরও বেশি সমর্থন পাওয়ার যোগ্য’

সম্প্রতি জাতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর উত্তর সম্পাদকীয়তে অপারেশন সিঁদুর নিয়ে একটি বিশেষ নিবন্ধ লেখেন শশী থারুর। সেখানেও তাঁকে প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করতে দেখা গিয়েছে। থারুর যা লেখেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়— ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উৎসাহ, গতিশীলতা এবং অন্যদের নিয়ে একসঙ্গে চলার ইচ্ছা বিশ্ব মঞ্চে ভারতের জন্য একটি প্রধান সম্পদ। তাই তিনি আরও বেশি সমর্থন পাওয়ার যোগ্য।’ অপারেশন সিঁদুরকে তিনি জাতীয় সংকল্পের একটি মুহূর্ত বলেও বর্ণনা করেছেন।

জল্পনা ওড়ালেন থারুর

থারুরের কথায় এই একটি অপারেশন ঘিরে ঘটে চলা নানা ঘটনা দেখিয়ে দিয়েছে জাতীয় ঐক্য ঠিক কেমন হওয়া উচিত। প্রসঙ্গত, থারুর সাতটি প্রতিনিধি দলের একটিকে নেতৃত্ব দেন। তাঁর দল পানামা, গায়ানা, কলম্বিয়া, ব্রাজিল এবং সবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল। তবে প্রধানমন্ত্রী ও অপারেশন সিঁদুর নিয়ে তাঁর মন্তব্যকে অনেকেই কংগ্রেসের জন্য অস্বস্তিকর বলে ব্যাখ্যা করেছেন। কিন্তু এবার সেই ভুলই ভাঙিয়ে দিলেন শশী থারুর নিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *