Shubhanshu Shukla’s Axiom-4 launch Update। মহাকাশে যেতে আরও অপেক্ষা করতে হবে ভারতের শুভাংশুকে

Spread the love

ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা ফের একবার পিছিয়ে গেল। ২২ জুন চার নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা অ্যাক্সিওম-৪ মিশনের। তবে সেই যাত্রা ফের স্থগিত করা হয়েছে। এই নিয়ে ষষ্ঠবার এই মহাকাশ অভিযান পিছিয়ে দেওয়া হল। নাসার বিবৃতি অনুযায়ী, সেফটি চেকিংয়ের কারণেই পিছিয়ে গিয়েছে এক্সম ৪ মিশন।

অ্যাক্সিওম স্পেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নাসা এই রবিবার (২২ জুন) উৎক্ষেপণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এই মিশনটি এর আগে অনেকবার স্থগিত করা হয়েছে এবং ক্রমাগত বিলম্বিত হচ্ছে। বলা হচ্ছে, নাসা এ বিষয়ে খুবই সতর্ক এবং কোনও ধরনের ঝুঁকি নিতে চায় না। 

নাসা বিবৃতিতে বলেছে, সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশনের মেরামত করা হয়েছিল। সেই সংক্রান্ত পরীক্ষা করতে তাদের আরও সময় প্রয়োজন। উল্লেখ্য, সম্প্রতিআইএসএস জাভেজদা পরিষেবা মডিউলটির এএফআর বিভাগটি কিছু মেরামত করা হয়েছিল। এমন পরিস্থিতিতে নাসার ইঞ্জিনিয়াররা দেখতে চান, নতুন একদল নভোচারী সেখানে গেলে তার জন্য আইএসএস পুরোপুরি প্রস্তুত কিনা।

উল্লেখ্য, ১৯৮৪ সালে সোভিয়েত রাশিয়ার সয়ুজ মহাকাশযানে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। সেই ঐতিহাসিক মিশনের ৪১ বছর পর শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশে যেতে চলেছেন। তবে সেই ঐতিহাসিক মুহূর্ত আরও কিছুটা বিলম্বিত হল। এই অভিযানের পরবর্তী দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে দাবি করেছে নাসা কর্তৃপক্ষ। 

প্রাথমিক ভাবে ২৯ মে এই অভিযানটি হওয়ার কথা ছিল। এর আগে রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে এই মিশন স্থগিত হয়েছিল। তার আগেও একাধিকবার এই মিশন পিছিয়ে গিয়েছে। এর আগে ১০ জুন এই মিশনের জন্য দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল, সেবার আবহাওয়ার কারণে তা পিছিয়ে ১১ জুন করা হয়েছিল। তবে গত ১১ জুনও এই মিশন স্থগিত করা হয়েছিল। তখন জানানো হয়েছিল, ২২ জুন এই মিশন শুরু হবে। তবে সেই নির্ধারিত দিনের দু’দিন আগে ফের মিন স্থগিত করার ঘোষণা এল।উল্লেখ্য, স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে শুভাংশুদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা এই অ্যাক্সিওম ৪ মিশনে। এএক্স-৪ মহাকাশযানে করে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরির নভোচারীরা মহাকাশে যাবেন। শুভাংশু শুক্লা এএক্স৪ মিশনের পাইলট হবেন এবং মিশন কমান্ডার পেগি হুইটসন, হাঙ্গেরির বিশেষজ্ঞ টিবর কাপু এবং পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কিও তাঁর সঙ্গে এই মিশনে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *