মহাকাশে পৃথিবীর কক্ষপথে শিশুর মতো করতে শিখছেন। এমনটাই জানালেন অ্যাক্সিওম ৪ মিশনের পাইলট তথা ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আজই ভারতীয় সময় বিকেলে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনোর কথা তাঁদের। তার আগে স্পেসএক্স ড্রাগন মহাকাশযান থেকে পৃথিবীকে বার্তা পাঠালেন শুভাংশু। স্পেসএক্সের লাইভ স্ট্রিমে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা বলেন, ‘সবাইকে নমস্কার, মহাকাশ থেকে নমস্কার। বাকি ক্রুদের সাথে মহাকাশে থাকতে পেরে আমি শিহরিত। পৃথিবীর কক্ষপথে এই যাত্রাটি আশ্চর্যজনক।’
শুভাংশু আরও বলেন, ‘গতকাল থেকে আমাকে বলা হচ্ছে যে আমি অনেক ঘুমাচ্ছি, যা ভালো লক্ষণ। আমি এটার মহাকাশের সাথে বেশ ভালোভাবে অভ্যস্ত হয়ে উঠছি। এখান থেকে দৃশ্যগুলি উপভোগ করছি। পুরো অভিজ্ঞতাটাকেই উপভোগ করছি। শিশুর মতো করে কাজ করতে শিখছি। মহাকাশে হাঁটতে ও খেতে শিখছি… ভুল করছি, অন্যকেও সেই ভুল করতে দেখছি। তাতে ভালোই লাগছে।’ এদিকে তিনি আরও বলেন, ‘এটা খুবই ছোট একটা পদক্ষেপ। তবে ভারতের মানব মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে এটা খুবই দৃঢ় একটি পদক্ষেপ।’
উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ‘ডক’ করার কথা শুভাংশুদের। এর আগে ২৫ জুন ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ফ্যালকন-৯ রকেট। তাতে করেই ড্রাগন মহাকাশযানটি পৃথিবী ছাড়ে। এই অভিযানে মনোনীত পাইলট শুভাংশু শুক্লা। তিনি ছাড়াও অ্যাক্সিওম-৪ ক্রুদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের মিশন স্পেশালিস্ট সাওজ উজনাস্কি-উইনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। নাসা, অ্যাক্সিওম স্পেস এবং স্পেসএক্স জানিয়েছে, ড্রাগন মহাকাশযানটি ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করার চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে।

শুভাংশু শুক্লা আইএসএস-এ ডকিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মিশনের পাইলট হিসাবে, ড্রাগন ক্যাপসুলকে ডক করার প্রস্তুতির সাথে সাথে শুভাংশু শুক্লা স্পেস স্টেশনের গতিপথ, কক্ষপথের পরামিতি এবং গতিবিধি পর্যবেক্ষণ করবেন। একবার ডকিং সফল হলে, অ্যাক্সিওম -৪ ক্রু মাইক্রোগ্র্যাভিটি সম্পর্কিত প্রায় ৬০টি পরীক্ষা চালাবে। এই অভিযান চলাকালীন শুভাংশু শুক্লা নিজেই সাতটি পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বলে জানা গিয়েছে।