Shubman Abhishek Friendship। অর্শদীপ, অভিষেকের জমিয়ে টিটকিরি শুভমনকে!

Spread the love

সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে অজি-ভূম হোবার্টে তৃতীয় টি ২০ ম্যাচে জয় পকেটে পুরেছে ভারত। সেই দিনেই ভারতীয় মহিলা ক্রিকেট লিখেছে গর্বের ইতিহাস। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় করে বিশ্বসেরা হয়েছে ভারতের মেয়েরা। দেশ জুড়ে খুশির হাওয়া! এদিকে, ভারতের পুরুষদলের সদস্যরাও গা ভাসিয়েছেন মজা, মশকরায়। সদ্য ভারতীয় পুরুষ ক্রিকেট টিম পরের ম্যাচের জন্য পৌঁছেছে পরের ভেন্যুতে। এদিকে, দলের ক্রিকেটারদের একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে ভাইরাল। কী রয়েছে সেই পোস্টে?

সদ্য গত ম্যাচের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ অর্শদীপের পর পর রিল ভাইরাল হয়। একটি রিলে দেখা যায়, অর্শদীপ আর শুভমন মিলে টিটকিরি দিচ্ছেন অভিষেক শর্মার ব্যাগ ঘিরে। সবুজ-লাল-সাদার সেই ব্যাগকে অর্শদীপ ও শুভমন ‘লিমিটেড এডিশন’ বলে খোঁচা দিচ্ছেন! এরপর আসে অর্শদীপ ও অভিষেক মিলে শুভমনকে ঘিরে ট্রোল করার ভিডিয়ো। ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিষেক নিজের ব্যাগে ‘LV’ লিখছেন। ততক্ষণে অর্শদীপ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। দুই ক্রিকেটারের মধ্যে এই ব্যাগ নিয়ে কথা হচ্ছে। তখনই অর্শদীপ, শুভমনের ব্যাগ নিয়ে কিছু বলেন। তখনই অভিষেক নাম না করে শুভমনকে খোঁচা দিয়ে বলেন,’আরও এক আর্টিস্ট এসেছে তাগড়া.. সামনে গিয়ে দেখ!’ তখনই অর্শদীপকে বলতে শোনা যায় তিলক বর্মাকে উল্লেখ করে, ‘তিলক.. সাইড হো জা তিলক…’ (তিলক পাশে চলে যা)। তারপরই দেখা যায় শুভমন গিলের ব্যাগ। পিছন থেকে অভিষেক শর্মা বলতে থাকেন,’সামনে যা কে দেখ…’ (সামনে গিয়ে দেখ)। এই গোটা ঘটনার সময় শুভমন ছিলেন না সেখানে। ব্যাগের সামনে অর্শদীপ ক্যামেরা নিয়ে যেতেই কী দেখা গেল? দেখে নিন ভিডিয়োতে।তাঁর স্টেটাসেও শুভমন ও অভিষেকের কিছু ছবি ইন্টারনেটে সাড়া ফেলেছে। সবমিলিয়ে অস্ট্রেলিয়ায় পরের টি২০-র আগে ভারতীয় পুুরুষদল একেবারে চনমনে মেজাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *