SIR শুরু হতেই তৎপর তৃণমূল! গঠিত হল ‘ওয়ার রুম’

Spread the love

এসআইআর শুরু হতেই রাজ্যজুড়ে তৎপর শাসক শিবির। সেই তৎপরতারই এক নতুন ঝলক দেখা গেল চুঁচুড়ায়। এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাজের একেবারে নিচের স্তরে থাকা কর্মীদের অর্থাৎ বুথ লেভেল এজেন্টের (বিএলএ ২) দায়িত্ব ও সুবিধার বিষয়টি নিজেদের কাঁধে তুলে নিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুধু তাই নয়, এসআইআর পর্বের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে চুঁচুড়ায় তৈরি হচ্ছে বিশেষ ‘এসআইআর ওয়ার রুম’, যেখানে বিএলএ ২-দের প্রতিদিন সন্ধ্যায় রিপোর্ট জমা দিতে হবে।

সোমবার চুঁচুড়ার রবীন্দ্রভবনে আয়োজিত এসআইআর কর্মশালায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার স্পষ্ট বার্তা দেন, বিএলএ ২-রা, যাঁরা বুথে-বুথে ঘুরে কমিশনের কাজে সহায়তা করছেন, তাঁদের রুটি-রুজির (জীবিকার) সমস্যা দলের পক্ষ থেকে দেখা হবে। উল্লেখ্য, সাধারণত বিএলএ ২-রা দিনমজুর বা ছোটখাটো চাকরির উপর নির্ভরশীল হওয়ায়, এসআইআর-এর মতো দীর্ঘ প্রক্রিয়ায় নিজেদের সময় দেওয়ায় তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই দিকটি বিবেচনা করেই বিধায়ক ঘোষণা করেন, যেসব কর্মী টোটো বা অটো চালানোর মতো কাজে যুক্ত, তাঁদের আর্থিক ক্ষতি যাতে না হয়, সেই দায়িত্ব দল নেবে। এমনকি, যাঁরা বেসরকারি সংস্থায় কাজ করেন, স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ছুটির ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

বিএলএ ২-দের কাজের নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে এই কর্মশালায়। অসিত মজুমদার নির্দেশ দেন যে, এসআইআর প্রক্রিয়ার পুরো সময়কালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁদেরকে বিএলও-দের (বুথ লেভেল অফিসার) ‘ছায়াসঙ্গী’ হয়ে কাজ করতে হবে। এর পাশাপাশি, চুঁচুড়া বিধানসভা এলাকায় একটি ওয়ার রুম খোলা হবে, যেখানে প্রতিদিন বিকেল ৬টার মধ্যে কতজন ভোটারের নাম তোলা হলো বা কার নাম বাদ গেল, তার হিসাব বিএলএ ২-দের জমা দিতে হবে। বিধায়ক জানান, এই গুরুত্বপূর্ণ দৈনিক রিপোর্টটি রাত ৮টার মধ্যে তাঁর মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *