শরীর খারাপ দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের। এই আবহে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। সৌগত রায়ের কথা জড়িয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে সেই হাসপাতালের তরফ থেকে। তাঁর শিরদাঁড়ার নীচে ব্যথা। রিপোর্ট অনুযায়ী, ভারনিক এনসেফালোপ্যাথিতে আক্রান্ত তিনি। ভিটামিন বি ওয়ানের ঘাটতির জেরে এই অসুখ হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও একাধিক রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে।
রিপোর্টে বলা হয়েছে, ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে সৌগত রায়ের। সেরেব্রাল অ্যাট্রোফি ধরা পড়েছে তাঁর শরীরে। এই রোগে মস্তিষ্কের নিউরন এবং সিনান্সের ক্ষতি হয়। এর জেরে স্মৃতিশক্তি হ্রাস পায় রোগীর। এদিকে জানা গিয়েছে, ভারনিক এনসেফালোপ্যাথির জন্যেই সৌগত রায় আচ্ছন্ন অবস্থায় রয়েছেন এবং তাঁর কথা জড়িয়ে যাচ্ছে। অর্থাৎ, তিনি অ্যাকিউট ডিলেরিয়ামে আছেন।
এদিকে সাংসদের টাইপ টু ডায়াবেটিস নিয়ে চিন্তিত চিকিৎসকরা। সৌগত রায়ের চিকিৎসা পদ্ধতি স্থির করতে নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, কার্ডিওলজিস্টদের সঙ্গে বৈঠকে বসবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডঃ সুকুমার মুখোপাধ্যায়। আপাতত তাঁকে প্রতিদিন ২ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। আপাতত রাইলস টিউবে খাওয়াতে হচ্ছে সৌগত রায়কে।

জানা গিয়েছে, গত ২২ জুন থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি সাংসদ। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হলেন সৌগর রায়। এর আগে গত ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ থেকে বেরোনোর সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তারপর গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে যাওয়ার সময় অসুস্থ হয়েছিলেন তিনি। সেবার বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তখন তাঁক হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছিল অস্ত্রোপচার করে।