Sourav Ganguly Cooking। মাছে মাখালেন নুন-হলুদ, দিলেন তেলে! খুন্তি হাতে সৌরভ

Spread the love

বাংলার আট থেকে আশির ক্রাশ সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। ক্রিকেট মাঠ থেকে অবসর নিলেও, জনপ্রিয়তা এক চুল কমেনি। সম্প্রতি দাদাকে দেখা গেল খুন্তি হাতে। শুধু তাই নয়, নিজের হাতে ইলিশ মাছও রান্না করলেন তিনি।

ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একেবারে অ্যাপ্রন পরে, রান্না শুরু করেছেন তিনি। একটি কুকিং অয়েল কোম্পানির অনুষ্ঠানেই অবশ্য তিনি হাজির হয়েছিলেন। আর সেখানেই রান্না করেন ইলিশ মাছ। শুধু তাই নয়, মাছের গায়ে নুন-হলুদ মাখাতেও দেখা গেল তাঁকে। এক বৃদ্ধা অবশ্য পাশ থেকে সৌরভকে বলে দিচ্ছিলেন কী কী করতে হবে।

খুব ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায়। একজন মন্তব্য করলেন, ‘কী করতে হবে ক্লু লেস বেচারা’। দ্বিতীয়জন লেখেন, ‘টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে’। 

বিনোদন দুনিয়াতেও বেজায় নাম করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। জি বাংলার রিয়েলিটি শো দাদাগিরি-র প্রত্যেক সিজনেই তিনি ক্রমাগত ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন। এছাড়াও নিজের বায়োপিকের জন্যও কাজ করেছেন। শোনা যায়, চিত্রনাট্যের প্রতিটা খুঁটিনাটি বিষয়ে চোখ বুলিয়ে নিয়েছেন তিনি। সৌরভের চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে আয়ুষ্মান খুরানার। যদিও সিনেমা কবে ফ্লোরে যাবে, তা এখনও অজানা। 

শুরুতে শোনা গিয়েছিল রজনীকান্ত কন্য়া ঐশ্বর্য এই ছবি পরিচালনা করতে পারেন, তবে বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে সৌরভের বায়োপিকের জন্য প্রযোজক লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে ‘জুবিলি’ পরিচালক বিক্রম আদিত্য মোটওয়ানির।

কদিন আগে সৌরভকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর বায়োপিকে সানা-র চরিত্রে কাকে দেখা যাবে? এতে বাংলার মহারাজ জানান, খুব একটা ধারণা তাঁর নেই। তবে কিছুদিন আগে মেয়ে সানা তাঁকে বলেছিল খুব মানাবে অ্যানিম্যালের ভাবি ২ তৃপ্তি দিমরিকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *