Sreelekha on Lovely। ‘ওঁর মতো কারও চিকিৎসা করবেন না’

Spread the love

লাভলি মৈত্র সম্প্রতি একটি সমাবেশ থেকে রীতিমত হুঙ্কার দিয়ে বলেন বদল ২০১১ সালে হয়েছিল। এবার বদলা হবে। একই সঙ্গে জানান তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দিকে যাঁরা আঙুল তুলবেন সেটা নামানোর ব্যবস্থা করবেন। এবার তাঁর সেই কথার বিরোধিতা করলেন শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra)। চিকিৎসকদের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তাও।

কী বললেন শ্রীলেখা মিত্র?

এদিন জুনিয়র চিকিৎসকদের মিছিলে যোগ দিয়েছিলেন শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra)। তবে এটাই প্রথম দিন নয় যেদিন প্রতিবাদ বা মিছিলে অংশ নিয়েছেন। প্রথমদিন থেকেই আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী। পথে নেমেছেন বারংবার। এবার তিনি জুনিয়র চিকিৎসকদের মিছিলে যোগ দিয়ে লাভলি মৈত্রকে নিশানা শানালেন। কটাক্ষ করলেন চিকিৎসকদের কসাই বলে দেগে দেওয়া মন্তব্যকে।

এদিন এই মিছিলে শ্রীলেখা বলেন, ‘লাভলি মৈত্রর মতো মানুষকে আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন। এঁদের এত বড় স্পর্ধা যে তেল মারতে নাড়তে ভুলে গিয়েছেন কোথায় কী বলতে হয় আর কোথায় কী বলতে হয় না। আপনার নিজেরাই প্রতিজ্ঞা করুন যে এই লাভলি মৈত্রর(Lovely Moitra) মতো মানুষদের চিকিৎসা করবেন না।’ তাঁর এই কথার প্রতিবাদ করতে চাইলে তিনি চিকিৎসকদের থামিয়ে পুনরায় বলে ওঠেন, ‘তোমরা চিকিৎসক হিসেবে না বলতে পারো আমি সাধারণ নাগরিক হয়ে তো বলতেই পারি। উনি তোমাদের কসাই বলেছেন। এত ঔদ্ধত্য কীসের? এত স্পর্ধা ভালো নয়। বেশি বার বাড়লে ঘাড় ধরে নামিয়ে দাও। এই স্পর্ধা যেন কারও না হয়। আন্দোলনটাকে ছোট করতে দিও না।’

কী বলেছিলেন লাভলি মৈত্র?

লাভলি মৈত্র সম্প্রতি সোনারপুরের একটি সমাবেশ থেকে বলেছেন ২০১১ সালে বদল হয়েছিল। ২০২৪ সালে বদলা হবে। এরপর তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ আঙুল তুললে সেটা কী করে নামাতে হয়ে আমরা খুব ভালো জানি। শান্ত আছি, কিন্তু দুর্বল নই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *