SSC Recruitment Notice Full Details।  নিয়োগ বিজ্ঞপ্তি জারি SSC-র! কবে থেকে করা যাবে আবেদন? 

Spread the love

সুপ্রিম কোর্ট নির্দেশ আগেই দিয়েছিল। সেই মতো শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি আজই জারি হতে পারে বলে শোনা যাচ্ছিল। সেই মতো নবম-দশম এবং একাদশ-দ্বাদশে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, ৩১ মে-র আগেই যে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে, তা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেই মতো আজ এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল। 

জানানো হয়েছে, আগামী ১৬ জুন থেকে অনলাইনে আবেদন জানানো যাবে নবম-দশম এবং একাদশ-দ্বাদশে সহকারী শিক্ষক পদে। বিকেল ৫টা থেকে আবেদন জানানো যাবে। আর এই আবেদন করা যাবে ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। অবশ্য আবেদনের জন্য ফি দেওয়ার সময়সীমা ১৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এদিকে আবেদনকারীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে এসএসসি জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই লিখিত পরীক্ষা হতে পারে।

এদিকে এই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। এরপর হবে ইন্টারভিউ। সেটা হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহে। আর অবশেষে চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে ২৪ নভেম্বর। তারপর কাউন্সেলিং শুরু হতে পারে ২৯ নভেম্বর থেকে। 

এদিকে তিনদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ২০১৬ সালের এসএসসি-র প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাঁদের পরীক্ষায় বসার বয়সসীমা পেরিয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে সেই বয়স ছাড়ের বিষয়টি উল্লেখ করেছে এসএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *