SSC SLST Exam Date 2025। SSC SLST পরীক্ষা হবে ২ দিনে, কবে ও কখন?

Spread the love

আগামী সেপ্টেম্বরে হবে এসএসসির নিয়োগ পরীক্ষা। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর (রবিবার) নবম-দশম শ্রেণির পরীক্ষা হবে। আর আগামী ১৪ সেপ্টেম্বর (রবিবার) হবে একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা। দু’দিনই পরীক্ষা শুরু হবে বেলা ১২ টা থেকে। দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) চলবে পরীক্ষা।

পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে? কমিশনের তরফে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা মাল্টি চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ প্রশ্ন থাকবে। মোট ৬০টি প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ১ নম্বর। তবে কোনওরকম নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার থাকবে না। অর্থাৎ যতগুলি প্রশ্নের উত্তর সঠিক দেবেন, তত নম্বরই পাবেন। আর কোনও যোগ-বিয়োগের ব্যাপার থাকবে না। 

তবে লিখিত পরীক্ষার জন্য কবে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সে বিষয়ে আপাতত কমিশনের তরফে কিছু জানানো হয়নি। কমিশনের তরফে শুধুমাত্র জানানো হয়েছে, বিশেষভাবে সক্ষম প্রার্থীরা বাড়তি ২০ মিনিট পাবেন। অর্থাৎ তাঁদের এক ঘণ্টা ৫০ মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে। বাকি সব তথ্য পরবর্তীতে জানানো হবে।

কীভাবে দ্বিতীয় এসএসসি এসএলএসটি নিয়োগ পরীক্ষার নম্বর যোগ করা হবে? কমিশনের তরফে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় থাকছে ৬০ নম্বর। শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ নম্বর বরাদ্দ থাকছে। অতীতের শিক্ষকতা অভিজ্ঞতার জন্য থাকবে ১০ নম্বর। ইন্টারভিউ এবং লেকচার ডেমোস্ট্রেশনের জন্য ১০ নম্বর করে থাকছে। অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *