স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’-র দাগি অযোগ্য প্রার্থীদের প্রকাশ করা হল। সোমবার সন্ধ্যায় কমিশনের তরফে সেই তালিকা প্রকাশ করে কমিশনের তরফে জানানো হয়েছে, যে ৩,৫১২ জনের নাম দেওয়া হয়েছে, তাঁরা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। যে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে স্পষ্টভাবে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই পদক্ষেপ করল কমিশন। সেইসঙ্গে গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’-র শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়েছে। কমিশনের অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে শূন্যপদের সংখ্যা ২,৯৮৯। গ্রুপ ‘ডি’-তে ৫,৪৮৯ পদে নিয়োগ করা হবে। অর্থাৎ মোট শূন্যপদের সংখ্যা হল ৮,৪৭৮।
