টলিউডের প্রথম সারির নায়িকা দুজনে। কমার্শিয়াল বাংলা ছবিতেই হাতেখড়ি তাঁদের। একজন নেপোকিড। অন্যজন আউটসাইডার। তবে সাফল্যের মাপকাঠিতে বর্তমানে টলিউডের ব্যাঙ্কেবল (নির্ভরযোগ্য) নায়িকা বলতে সবার আগে যে দুজনের নাম উঠে আসবে তাঁরা- কোয়েল মল্লিক এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কোয়েল অবশ্য গত কয়েক বছরে নিজের স্বামীর প্রযোজনা সংস্থার বাইরে বেরিয়ে সেভাবে কাজ করেননি। তবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কিন্তু সবস্তরে নিজেকে প্রমাণ করেছেন। একধারে মাতৃত্ব, অন্যধারে কেরিয়ারে দুটোই সমানভাবে সামলাচ্ছেন শুভশ্রী ও কোয়েল।
বক্স অফিসে ২০২৫ সালটা দুর্দান্ত কেটেছে শুভশ্রীর। বছরের শুরুটা হয়েছিল গৃহপ্রবেশ দিয়ে, এরপর ধূমকেতুর মতো ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ধূমকেতু-র সাফল্যের ক্রেডিট যদিও দেশু ম্যাজিকেই দিতে হবে। কিন্তু গৃহপ্রবেশকে একার কাঁধে টেনেছেন শুভশ্রী। বক্স অফিসে ইন্দ্রদীপ দাশগুপ্তর এই ছবি দারুণ সফল। sacnilk-এর তথ্য় বলছে কম বাজেটের এই ফিল্মের সর্বকালীন বক্স অফিস আয় ১ কোটি ৯২ লক্ষ টাকা।
অন্য়দিকে ভাইফোঁটার প্রাক্কালে মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক-কৌশিক সেন অভিনীত ভাই-বোনের সম্পর্কের ছবি স্বার্থপর। এই ছবি মাত্র ১৩ দিনেই দেশের বক্স অফিসে আয় করে ফেলেছে ১.১২ কোটি টাকা। সে জায়গায় গৃহপ্রবেশের প্রথম ১৩ দিনে আয় ছিল ৭০ লক্ষের আশেপাশে। সুতরাং আয়ের নিরিখে এগিয়ে রইলেন কোয়েল।
গৃহপ্রবেশে শুভশ্রী ছাড়াও মুখ্য চরিত্রে দেখা মিলেছে জিতু কামাল, রুদ্রনীল ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের। পুরুষ সতীনের ‘গৃহপ্রবেশ’-এর গল্প ওটিটি-তেও দাগ কেটেছে দর্শক মনে। অন্যদিকে কৌশিক সেন এবং কোয়েল মল্লিকের পাশাপাশি স্বার্থপরে অনির্বাণ চক্রবর্তী, রঞ্জিত মল্লিকরা।

স্বার্থপর ছবিটি রমরমিয়ে চলছে সিনেমা হলে কোয়েল মল্লিককে আগামিতে দেখা যাবে মিতিন মাসি ফ্যাঞ্চাইসির তিন নম্বর ছবিতে। অন্যদিকে শুভশ্রী ফের ফিরলেন ওটিটির পর্দায়। এবার অনুসন্ধান নিয়ে। এছাড়াও সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রে, রাজের হোক কলরব এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ওয়েটিং রুম রয়েছে শুভশ্রীর হাতে। এই মূহুর্তে টলিপাড়ার সবচেয়ে ব্যস্ততম নায়িকা তিনি, বললেও অত্যুক্তি হয় না।