পাকিস্তানের বুকে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন পাকিস্তানি সেনা সদস্য়ের মৃত্যু হয়েছে বলে খবর। পাক ফিল্ড মার্শাল জেনারেল আসিফ মুনিরের নেতৃত্বাধীন পাকিস্তানি সেনার কনভয়ের ভিতর এক সুইসাই বম্বার (আত্মঘাতী বোমারু) ঢুকে গিয়ে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে বলে খবর।
জানা গিয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রভিন্সের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই ঘটনা ঘটে গিয়েছে। এই আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন পাক সেনার মৃত্যু ছাড়াও ১০ জন আহত হয়েছেন বলে খবর। এছাড়াও স্থানীয় সরকারের বক্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি বলছে, ১৯ জন নাগরিক এই ঘটনায় আহত হয়েছেন।
এক নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র অফিসার জানিয়েছেন,’একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়িটি একটি সামরিক কনভয়ের সাথে ধাক্কা দেয়। বিস্ফোরণে ১৩ জন সৈন্য নিহত, ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক লোক আহত হয়।’ বিস্ফোরণের ধাক্কা এতটাই ছিল যে আশপাশের বাড়িও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

জানা যাচ্ছে, এই আত্মঘাতী হামলার বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে আশপাশের বাড়ির ছাদ উড়ে যায়। ঘটনায় আহত হন নাগরিকরা। দাবি করা হচ্ছে, ঘটনায় ৬ জন শিশু আহত হয়েছে। এখনও পর্যন্ত (দুপুর ২ টো) এই আত্মঘাতী হামলার দায় কোনও সংগঠন স্বীকার করেনি।
প্রসঙ্গত যে এলাকায় এই হামলা হয়েছে তা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত এলাকার ঘটনা। প্রসঙ্গত, কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার এখনও না করলেও, মিডিয়া রিপোর্ট বলছে, এই এলাকায় তেহরিক-ই তালিবান- পাকিস্তান গোষ্ঠীর দাপট রয়েছে।