মাত্র ২৯৯৯ টাকায় এলাহি খাওয়া দাওয়া! সাথে সুন্দরবনের প্রকৃতি উপভোগ

Spread the love

মাত্র ২৯৯৯ টাকায় এলাহি খাওয়া দাওয়া, সাথে সুন্দরবনের প্রকৃতি উপভোগ। হ্যাঁ এত কম দামেই হাউসবোটে ঘুরবেন গোটা জঙ্গল।সাথে বোটের উপর বসেই খেতে পারবেন ওয়েলক্যাম ড্রিংকস,লুচি,আলুরদম মিষ্টি, চা,মাতলা নদীর আমোদী মাছ ভাজা,দুপুরে ভাত,ডাল,চিপস,ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক,পাবদা মাছ,ইলিশ মাছ,চাটনি,পাপড়।হাত মুখ ধুয়েই পেয়ে যাবেন ফল।সুন্দরবনে ইলিশ উৎসব যেন মিস করবে না কোনও বাঙালি।রয়্যাল বেঙ্গল টাইগার দেখার অপেক্ষায় ইলিশ ভাপা থেকে ইলিশ বিরিয়ানির আয়োজন করছেন ম্যানগ্রোভ এন্ড যাত্রীক ট্রাভেলস।সন্ধ্যায় চিকেন পকোড়ার সাথে রাতে থাকছে ভাত, ডাল,চিপস,মটন, স্যালাড,চাটনি পাপড়।আর হ্যাঁ সন্ধ্যায় আদিবাসী নাচ কিন্তু বিরাট পাওনা।

পুরো আয়োজনই করা হয় সুন্দরবনের ম্যানগ্রোভ এন্ড ট্রাভেলসের তরফ থেকে। চারিদিকে জঙ্গল,যখন তখন আসতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার,মনোরম দৃশ্য। হাউসবোটে চড়েই প্রকৃতি দর্শনের সাথে দুর্দান্ত খাওয়া দাওয়া, যা মন কাড়বে প্রতিটি বাঙালির।শুধু এখানেই শেষ নয়, ম্যানগ্রোভ এন্ড যাত্রীক ট্রাভেলের মালিক সমীরদা ও বাপি দা এত খাওয়া দাওয়ার সাথে সুন্দরবনের সাইড সিনও করাচ্ছেন পুরো বিনামূল্যে।ক্যানিং থেকে সুন্দরবন পর্যন্ত আর এক টাকায় লাগবে না আপনার,আবার ফেরার দিন ক্যানিং পর্যন্ত এক টাকায় ফিরতে লাগবে না আপনার।

রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, হ্যামিলটন সাহেবের বাংলো এছাড়াও সুন্দরবনের প্রত্যন্ত জঙ্গলে বিশেষ অনুমতি নিয়ে পর্যটকদের নিয়ে যাচ্ছে ম্যানগ্রোভ এন্ড যাত্রীক ট্রাভেল।রাতে পাখিরালয়ের বড় হোটেলে ঘর দেওয়া হচ্ছে পর্যটকদের।এসি,নন এসি সমস্ত ধরনের রুম দেওয়া হচ্ছে পর্যটকদের। যারা একা আসতে চান তারাও সুন্দরবন জঙ্গল উপভোগ করতে আসতে পারেন।সারা বছর সুন্দরবনে আসতে পারবেন আপনারা।২ রাত ৩ দিনের জন্য ঘুরে যান সুন্দরবন থেকে। মটন থেকে ফ্রাইড রাইস,চিলি,চিকেন,গলদা চিংড়ি,ভেটকি আর ইলিশ বিরিয়ানি।সমস্ত কিছুই থাকবে এই প্যাকেজের মধ্যে।পরিবারের সাথে হোক বা একা সুন্দরবন উপভোগ করা হোক,এই মাসেই এলাহি খাওয়া দাওয়ার সাথে সুন্দরবন যেতে হলে ফোন করুন MANGROVE & YATRIK TRAVELS
9733884200(BAPI DA) & 6296117525 (SAMIR DA)
9907530970(WHATSAPP)

যেকোনো সময় যেকোনও দিন ঘুরে আসুন।বাঘমামার দর্শন একবার পেতেই পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *