এক হাত উপরের দিকে তুলে রেখেছেন প্রায় ২০ বছর ধরে। আজও সেই হাত নামেনি। তাঁর ওভাবে হাত তুলে রাখা নাকি আদতে ছিল কৃচ্ছসাধনের প্রতীক। মহাকুম্ভের সময় ভাইরাল হয়েছিলেন অনেক সন্ন্যাসী পুরুষ। তার মধ্যে অন্যতম ছিলেন এই বাবা। এবার তাঁকে দেখা গেল এসইউভি গাড়ি কিনতে। দামি এসইউভি গাড়ি কেনার সেই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
বাবাকে এসইউভি গাড়ি কিনতে দেখে অনেকেই অবশ্য সমালোচনা করেছেন। কেউ কেউ বলেছেন, ‘বাবা এই মোহ মায়া থেকে তোমার দূরে থাকার কথা ছিল।’ তবে অনেকেই বাবাকে সমর্থন করে বলেছেন, ‘সন্ন্যাসী বলে গাড়ি কিনতে পারবে না এমন কোনও কথা আছে নাকি!’
