Suvendu Adhikari On SIR। ‘বুথ এজেন্টদের কিছু হলে…’ সোদপুরের মঞ্চ থেকে হুমকি শুভেন্দুর

Spread the love

বিএলও বা নির্বাচন কমিশনের কেউ আক্রান্ত হলে ঝামেলায় যাওয়ার দরকার নেই। দলের কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোদপুরে পানিহাটিতে আত্মহত্যা করেন প্রদীপ কর নামে এক ব্যক্তি। বিজেপির বিরুদ্ধেই আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলেছিল তৃণমূল। এর পর ওই এলাকায় মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের নির্দেশের পর মঙ্গলবার সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড আগরপাড়া তেঁতুলতলা মোড় পর্যন্ত মিছিল করল বিজেপি। সেখানেই সভা থেকে দলের উদ্দেশ্যে এই বার্তা দিলেন শুভেন্দু।

BLO-আক্রান্ত হলে…

এই দিনের সভায় শুভেন্দু এসআইআর ইস্যু নিয়েই মূলত আক্রমণ শানিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। দাবি তুলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার। রাজ্যের বিরোধিতা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি বিরোধী দলনেতা। পাশাপাশি শুভেন্দু বলেন, বিরোধিতা করলেও কোনও লাভ হবে না। তিনি এই দিন বলেন, ‘BLO-আক্রান্ত হলে, নির্বাচন কমিশন আক্রান্ত হলে আপনারা ঝামেলায় যাবেন না। ওটা নির্বাচন কমিশন বুঝে নেবে।’

বুথ লেভেল এজেন্টদের কিছু হলে…

বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের কিছু হলে নির্বাচন কমিশনদের দায়িত্ব। তবে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের কিছু হলে চুপ করে থাকবেন না বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর কথায়, ‘আমাদের BLA আক্রান্ত হলে গ্যারান্টি থাকল….আমরা শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী হিসেব বুঝে নেব।’

শহরের অন্য প্রান্তে মমতা-অভিষেক

প্রসঙ্গত, এই দিন শহরের অন্য প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধী মিছিল করেন। মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। মমতার দাবি, ২ কোটি নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর অভিসন্ধি রয়েছে বিজেপির। এভাবেই নাকি বাংলা দখলের চেষ্টা করছে দিল্লির গদিওয়ালারা। মমতা এই দিন জানান, অভিষেকের পাশাপাশি তাঁর ভোটাধিকার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সমস্যা দেখা দিয়েছিল ডেট অব বার্থ বা জন্মতারিখ নিয়ে। তাঁর বক্তব্য, ৭ বারের সাংসদ, ৩ বারের মুখ্যমন্ত্রী হওয়ার পরও ভোটাধিকার নিয়ে জবাবদিহি করতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *