আরজি কর কাণ্ড নিয়ে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। সমাজের সমস্ত স্তরের মানুষই এই ঘটনার বিচার চাইছেন। এরই মাঝে কলকাতা পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন বর্ষীয়ান অভিনেত্রী তনিমা সেন। কী জানালেন তিনি?
কী জানিয়েছেন তনিমা সেন?
এদিন সিপিএম নেতা তথা অভিনেতা দেবদূত ঘোষ তনিমা সেনের একটি ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বর্ষীয়ান অভিনেত্রীকে আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল।
তিনি এই ভিডিয়োতে পুলিশের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি আমার ছোটবেলা থেকেই কলকাতা পুলিশের সুখ্যাতি শুনে আসছি, তাই এই ভিডিয়োটায় আমি তাঁদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আগে যেটা শোনা যেত যে কোনও কেস সমাধানের ক্ষেত্রে কলকাতা পুলিশের যে ক্ষিপ্রতা আছে সেটার কাছে বিদেশের আচ্ছা আচ্ছা পুলিশেরা মাথা নিচু করে। আমি জানি আপনারা এখনও তেমনই ক্ষুরধার আছেন। ইচ্ছে করে সব পারেন। কাজ করতে এসে আমরা অনেক সময়ই সমঝোতা করি, কিন্তু এমন কোনও কাজ করি না যাতে মনুষত্বের সঙ্গে আপোষ করতে হয়।’
তিনি এদিন আরও বলেন, ‘আমাদের পুলিশ ভাই বোনেরা লজ্জা হারিয়ে ফেলেছেন। কারণ যখন অন্য ফোর্স নামানো হল এই বলে যে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এই কাজ করতে পারছে না তখন সেটা আমার থেকেও আপনাদের কাছে বেশি লজ্জার। আপনারা যেন একবারে শূন্যে নেমে গিয়েছেন। ওই মেয়েটার জায়গায় যদি নিজেদের কোনও প্রিয় মানুষের মুখ ভাবেন, আপনার মা, বোন, দিদি, বৌদির, তাহলেই দেখবেন সেই হারানো মনুষত্ব ফিরে এসেছে।’