অবশেষে ভারতে লঞ্চ হল টাটা কার্ভ(Tata Curvv) । টাটার এই কুপ স্টাইলড এসইউভি নিয়ে ভারতের বাজারে যথেষ্ট আগ্রহ ছিল গোড়া থেকেই। ভারতের বাজারে ইভি ভার্সনের জন্য tata curvv-এর দাম শুরু হচ্ছে ১৭.৪৯ লক্ষ টাকা। ICE ভার্সনের দাম জানা যাবে সেপ্টেম্বরে।tata harrier-এর নীচে এবং tata nexon-এর উপরে- এমনই এক জায়গায় রাখা হয়েছে Tata Curvv-কে। এটাই টাটা মোটর্সের প্রথম কুপ ডিজাইন SUV. ATLAS আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে টাটার এই গাড়ি। এর ফলে আরও ভাল হয়েছে প্যাকেজিং।
গাড়ির যা আয়তন বা পরিমাপ- তা Hyundai Creta-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় যেতে পারে। Tata Curvv-এর দৈর্ঘ্য ৪৩০৮ মিলিমিটার, চওড়া ১৮১০ মিলিমিটার। Tata Curvv-এর উচ্চতা ১৬৩০ মিলিমিটার এবং হুইলবেস ২৫৬০ মিলিমিটার। Tata Curvv-এর বৈদ্যুতিন বা ev ভার্সনে রয়েছে ৫০০ লিটারের বুটস্পেস এবং রয়েছে ফ্রাঙ্কও। যদিও ICE ভার্সনে শুধু বুটস্পেসই রয়েছে। Tata Curvv-এ রয়েছে Flush ডোর হ্যান্ডেল। Ev ভার্সন ও ICE ভার্সনের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। রয়েছে রুফ টপ স্পয়লার এবং রয়েছে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল।
তিনটি পাওয়ারট্রেইন রয়েছে এই tata curvv-এ। রয়েছে ডিজেল, টার্বো পেট্রোল এবং EV. পেট্রোলের ২টি পাওয়ারট্রেন রয়েছে- একটি Hyperion 1.2l টার্বো পেট্রোল ইঞ্জিন- তাতে রয়েছে ১২৫ bhp এবং ২২৫ Nm টর্ক। অন্যদিতে স্ট্যান্ডার্ড 1.2l turbo unit রয়েছে- যেখানে ১২০ bhp এবং ১৭০ Nm টর্ক- এমনই চলবে। এখানে যে গিয়ারবক্স অপশন রয়েছে- তাতে DCA dual clutch অটোমেটিকও থাকবে। রয়েছে 1.5l diesel ইঞ্জিনের ভার্সন। তাতেও ম্যানুয়ালের পাশাপাশি DCA অটোমেটিক অপশন রয়েছে।
Tata curvv-এর Ev ভার্সনে রয়েছে ২টি ব্যাটারি প্যাক। উপরের ভ্যারিয়েন্টে রয়েছে ৫৫kwh ব্যাটারি প্যাক, স্ট্যান্ডার্ড ভার্সনে রয়েছে ৪০.৫ Kwh ব্যাটারি প্যাক। সংস্থার তরফে দাবি করা হয়েছে tata curvv-এর রেঞ্জ হয়ে চলেছে ৫৮৫ কিলোমিটার। ২ ব্যাটারি প্যাক অপশনের ক্ষেত্রেই একটি ইলেকট্রিক মোটর থাকছে।
tata curvv-এর ভিতরে রয়েছে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন, ডিজিটাল ইনস্টরুমেন্ট ক্লাস্টার,পাওয়ার টেলগেট, প্য়ানোরামিক সানরুফ, রিক্লাইনিং রিয়ার সিট, পাওয়ার্ড ড্রাইভার সিট এবং ডুয়াল ভেন্টিলেটেড সিট এবং আরও অনেককিছু।