TMC নেত্রীকে শোকজ করল দল

Spread the love

খড়গপুরে এক প্রবীণ বাম নেতাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের অস্বস্তি বেড়েছে। তারপরেই এই ঘটনার জেরে দলগতভাবে বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের নেত্রী বেবি কোলের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে দলের তরফে থানায় এফআইআরও দায়ের করা হয়েছে। 

সূত্রের খবর, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বেবি কোলকে উদ্দেশ করে চিঠি লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন, বেবির আচরণ দলবিরোধী এবং এই কাজের লিখিত ব্যাখ্যা দিতে হবে। তৃণমূল সূত্রে খবর, কলকাতা থেকে শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের খরিদা এলাকায়। অভিযোগ, প্রবীণ বাম নেতা অনিল দাস স্থানীয় এক রঙের দোকানে ঢুকে লুকানোর চেষ্টা করলেও তাঁকে টেনে বার করে রাস্তায় ফেলে মারধর করেন বেবি কোল। একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা) দেখা যায়, এক মহিলা ওই বৃদ্ধের গায়ে রং ঢেলে তাঁকে জুতোপেটা করছেন। বৃদ্ধ উঠে পালানোর চেষ্টা করলে ফের তাঁকে রাস্তায় ফেলে মারা হয়। পরে স্থানীয়দের সাহায্যে খড়গপুর টাউন থানায় গিয়ে অভিযোগ জানান অনিল দাস।

অনিলবাবু জানান, কিছুদিন আগে স্থানীয় এক মহিলার শৌচালয়ের দেওয়াল তৃণমূল কর্মীরা ভেঙে দেয়। সেই ঘটনার প্রতিবাদ করে তিনি থানায় গিয়েছিলেন। তাঁর দাবি, সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাঁর ওপর এই হামলা হয়েছে। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রাজনীতির পারদ চড়ে যায়। শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব।

এরপর জেলা সভাপতি সুজয় হাজরাকে নির্দেশ দেওয়া হয়, অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে। সেইমতো সুজয় হাজরা শোকজ চিঠিতে লেখেন, বেবির আচরণ কোনওভাবেই দল সমর্থন করে না। চিঠিতে স্পষ্ট লেখা হয়, ৩০ জুন প্রকাশ্যে রাস্তায় যে অশালীন এবং অশোভনীয় কাজ করা হয়েছে, তাতে দলের ভাবমূর্তি বড় ক্ষতির মুখে পড়েছে। নেত্রী নিজে হাতে আইন তুলে নিয়ে এক প্রবীণ ব্যক্তিকে হেনস্থা করেছেন। দলের পক্ষ থেকে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। শোকজে এও জানানো হয়, তিন দিনের মধ্যে এর কারণ জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *