TMC সরকার গেলে BJP কর্মীদের খুনে দোষীদের গর্ত থেকে টেনে বার করে সাজা দেব’

Spread the love

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বিজেপি কর্মীদের খুনে অভিযুক্তদের গর্ত থেকে টেনে বার করে শাস্তি দেবে। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। একই সঙ্গে রাজ্যে নির্বাচনী হিংসার জন্য ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন তিনি। বলেন, অবাধে নির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানতও জব্দ হয়ে যাবে।

এদিন শাহ বলেন, ‘টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার পরে গোটা দেশে নির্বাচনী হিংসা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু বাংলায় ভোটের সময় ও দিদি বিজয়ী হওয়ার পরে হাজার হাজার বিজেপি কর্মীকে খুন করা হয়। দিদি কতদিন আপনি তাদের বাঁচাবেন? আপনার সময় ফুরিয়ে এসেছে। ২৬এ বিজেপি সরকার তৈরি হবে। আমি সমস্ত মণ্ডল পদাধিকারীদের প্রতিশ্রুতি দিচ্ছি এখানে তৃণমূল সরকারের পতন হতেই আমাদের কর্মীদের হত্যার অপরাধীদের মাটির তলায় লুকিয়ে থাকলেও বার করে সাজা দেব।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে হিংসা শোভা দেয় না। দিদি ক্ষমতা থাকলে হিংসা ও রিগিং ছাড়া ভোট করিয়ে দেখুন। আপনার নিজের জামানত বাংলার জনতা জব্দ করে দেবে। ভোটব্যাঙ্কের তোষণ পতনের সীমা মমতা বন্দ্যোপাধ্যায় পেরিয়ে গিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *