TMC Leader Murder Latest Update। শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন

Spread the love

ভাঙড়ে খুন তৃণমূল নেতা রাজ্জাক খান। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই তৃণমূল নেতা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই রাজ্জাক। এমনিতেই ভাঙড়ে রাজনৈতিক অস্থির নতুন কিছু নয়। এই আবহে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনা হয়েছিল। এই আবহে সাম্প্রতিক সময়ে এই ধরনের অপরাধ সেখানে ঘটেনি। তাই তৃণমূল নেতা খুনে এলাকা থমথমে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভাঙড় থেকে চালতাবেড়িয়ায় নিজের বাড়িতে ফিরছিলেন রাজ্জাক। সেই সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন রাজ্জাক। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে খুনের খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় বিশাল বাহিনী। এদিকে রাজ্জাকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আইএসএফ-এর দিকে।

এই খুনের ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, বৃহস্পতিবার তৃণমূলের পরপর দুটি বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্জাক। সেই মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। শওকতের সরাসরি অভিযোগ, নওশাদ সিদ্দিকির মদতে খুন করা হয়েছে রাজ্জাককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *