TMC leaders controversial comment। ‘আজাদ কাশ্মীর’ থেকে ‘জঙ্গিরা পর্যটকদের মারে না’

Spread the love

‘আজাদ কাশ্মীর’ থেকে জঙ্গিদের হয়ে সাফাই – পহেলগাঁও হামলা নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। সংসদের বাদল অধিবেশনে ভাষণ দেওয়ার সময় পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ কাশ্মীর’ বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবার অভিযোগ উঠেছে, বিধায়ক সাবিত্রী মিত্র বলেছেন যে জঙ্গিরা পর্যটকদের উপরে হামলা করে না। পর্যটকদের শ্রদ্ধা করে জঙ্গিরা।

কল্যাণ বলেন, ‘তৃণমূলের তরফে প্রথমেই আমাদের সমস্ত সেনাকর্মী বীর সেনা, বায়ুসেনা ও নৌসেনা বাহিনীর সমস্ত সৈনিককে সম্মান ও স্যালুট জানাই। ৭ মে থেকে ১০ মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার পরিকাঠামো ও অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতের তরফে অপারেশন সিঁদুরের নামে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, তাতে শহিদ হওয়া সমস্ত বিএসএফ, সিআইএসএফ ও যুদ্ধের সঙ্গে জড়িত সমস্ত সৈনিককে অনেক-অনেক শ্রদ্ধা জানাই।’ 

সেই মন্তব্যের জন্য কল্যাণকে আক্রমণ শানিয়েছেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেছেন, ‘তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আজ পাকিস্তান উৎসব করছে। অপারেশন সিঁদুরে দুমড়ে যাওয়ার পরেও তৃণমূলের রূপে একটি উদ্ভট সঙ্গী পেয়েছে পাকিস্তান।’ তিনি দাবি করেন, ‘এটা ভিন্নমত নয়। এটা অপমান। তৃণমূল ভারতের কণ্ঠস্বর নাকি পাকিস্তানের ভুয়ো প্রচারের প্রতিনিধিত্ব করছে?’

তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় কালিয়াচকের তৃণমূল বিধায়কের একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। অভিযোগ উঠেছে, ওই ভিডিয়োয় সাবিত্রী বলছেন যে ‘জঙ্গিরা কোনওদিন ট্যুরিজমকে (পড়ুন ট্যুরিস্ট বা পর্যটক) মারে না। জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে (পড়ুন পর্যটক) শ্রদ্ধা করে। তাহলে এই ট্যুরিজমকে (পড়ুন পর্যটক) মারল কারা? এখনও পর্যন্ত তার তদন্ত পাবেন না।

সেই ভাইরাল ভিডিয়ো নিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এটা কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারিভাবে জঙ্গিদের প্রতি সহানুভূতির অবস্থান? এটা শুধু লজ্জাজনক নয় — এটা সরাসরি দেশদ্রোহী মানসিকতা। যারা জঙ্গিদের পক্ষে কথা বলেন, ভারত কখনোই তাদের ক্ষমা করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *