Trains Ticket Chart Latest Update। টিকিট কনফার্ম হল? ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগেই জেনে যাবেন

Spread the love

চার ঘণ্টা নয়, এবার থেকে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগেই যাতে চার্ট প্রকাশ করা যায়, সেই তোড়জোড় চালাচ্ছে ভারতীয় রেল। এখন যেহেতু ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের মাত্র চার ঘণ্টা আগে চার্ট প্রকাশ করা হয়, তাই ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের বেশ ঝক্কি পোহাতে হয়। অনেকেই দূর থেকে আসেন। তারপর জানতে পারেন যে টিকিট কনফার্ম হয়নি। তখন ফিরে যেতে হয়।

ভারতীয় রেলের তরফে নয়া যে পরিকল্পনা করা হচ্ছে, তাতে সেরকম যাত্রীদের ঝক্কি অনেকটাই কমবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ২৪ ঘণ্টা আগেই চার্ট প্রকাশিত হয়ে গেলে যাত্রীরা অনিশ্চয়তায় ভুগবেন না। টিকিট কনফার্ম হয়েছে কিনা, তা আগে থেকেই জেনে যাবেন। ফলে টিকিট কনফার্ম না হলে তাঁদের অহেতুক বাড়ি থেকে বেরোতে হবে না। পোহাতে হবে না ঝক্কি। 

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রেলের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন যে গত ৬ জুন থেকে রাজস্থানের বিকানের ডিভিশনে পরীক্ষামূলকভাবে সেই বিষয়টি শুরু করা হয়েছে। আর আপাতত সবকিছু ঠিকঠাক চলছে। তবে পুরো প্রক্রিয়া খুঁটিয়ে দেখার জন্য পরীক্ষামূলকভাবে সেই প্রক্রিয়া আরও কয়েক সপ্তাহ চালু রাখা হবে বলে জানিয়েছেন তিনি। 

ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ওই উচ্চপদস্থ কর্তা বলেছেন যে ‘আমরা আরও কয়েক সপ্তাহ এই পাইলট প্রজেক্ট (২৪ ঘণ্টা আগে চার্ট প্রকাশ) চালিয়ে যাব। (দেখা হবে যে) কোনও সমস্যা আছে কিনা এবং সমস্যা থাকলে তার সমাধান করব আমরা।’ সেইসঙ্গে তিনি বলেছেন, ‘(২৪ ঘণ্টা) আগে চার্ট প্রকাশ করে দেওয়া হলে যাত্রীরা আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারবেন। তাঁদের উদ্বেগ কমবে।’

তবে অনেকেই তো এমন আছেন যে ট্রেন ছাড়ার কয়েক ঘণ্টা টিকিট বাতিল করে দেন। সেটা মাথায় রেখে দ্বিতীয় এবং তৃতীয় চার্ট প্রকাশ করা হবে কিনা, তা নিয়ে আপাতত রেলের তরফে কিছু জানানো হয়নি। ওই প্রতিবেদন অনুযায়ী, রেলের কর্তারা জানিয়েছেন যে পাইলট প্রজেক্ট শেষ হওয়ার পরে সেইসব বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের সুবিধা হবে, সেটা মাথায় রেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *