Trump-Musk in Al-Qaeda Hit List।  ট্রাম্পকে খুনের হুমকি আল কায়দার

Spread the love

খুনের হুমকি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, একিউএপি অর্থাৎ আল কায়দা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা ট্রাম্পকে হত্যা করার এই হুমকি দিয়েছে। তবে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে এই তালিকায় ট্রাম্প ছাড়াও তার সরকারের অন্যান্য ব্যক্তিদের নামও রয়েছে। 

যে ভিডিয়োটি সামনে এসেছে, তাতে এই হুমকির কারণ হিসেবে গাজার সহিংসতাকে দায়ী করা হচ্ছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইজরায়েল-হামাস যুদ্ধে ভূমিকা রাখায় ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ককে হত্যার হুমকি দিয়েছে আল কায়দার ইয়েমেন শাখা। ২০২৪ সালের মার্চে একিউএপির দায়িত্ব নেওয়া সাদ বিন আতফ আল আওলাকি একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে এই হুমকি দিয়েছে। জঙ্গি নেতা সাদ বিন আতফ আল আওলাকি ভিডিয়ো বার্তায় বলে, গাজায় আমাদের জনগণের সঙ্গে যা ঘটেছে এবং ঘটছে তার পর কোনও সীমান্ত রেখা নেই। ট্রাম্প ও মাস্ক ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকেও হুমকি দেওয়া হয়েছে আধা ঘণ্টার এই ভিডিয়োতে।

মিশর, জর্ডান ও উপসাগরীয় আরব দেশগুলোর নেতাদেরও হত্যার ডাক উঠেছে সেই ভিডিয়ো বার্তায়। নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একিউএপি প্রধান যুক্তরাষ্ট্রে বসবাসরত জনগণকে গাজা যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছে। একিউএপিকে আল কায়দার সবচেয়ে বিপজ্জনক শাখা হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে। সংগঠনের প্রধানকে ধরিয়ে দিতে ৬০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *