ফের একবার সেই একই দাবি! তিনিই নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ থামিয়েছেন। শুধু তাই নয়, এবার তিনি মার্কিন সংবাদমাধ্যমের কাছে নিজের হতাশাও ব্যক্ত করলেন। তাঁর অভিযোগ, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানো নিয়ে তাঁর অবদানের বিষয়ে বেশি লেখালেখি করেনি মার্কিন মিডিয়া।
এই নিয়ে হোয়াইট হাউজে গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ থামিয়েছি। এটা নিয়ে কাউকে সেভাবে লেখালেখি করতে আমি দেখিনি। আমার মনে হয় সেই বিষয়টা বেশ দুর্দান্ত ছিল। তারা একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত তারা পরমাণু অস্ত্র ব্যবহার করত একে অপরের বিরুদ্ধে।’
এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাদের এই যুদ্ধ থামিয়েছি। আমি দুই দেশের নেতাকেই ফোন করি। আমি তাঁদের দু’জনকেই খুব সম্মান করি। এবং আমি তাঁদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা বলি। আমি তাঁদের কাছে স্পষ্ট করে দিই যে তাঁরা যুদ্ধ চালিয়ে গেলে আমরা তাঁদের সঙ্গে বাণিজ্য করব না।’
ট্রাম্পের কথায়, ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের নাকি তিনি বলেন, একে অপরের ওপরে যদি পরমাণু অস্ত্র নিক্ষেপ করলে তাদের সঙ্গে বাণিজ্য করবে না আমেরিকা। তিনি বলেন, ‘আমার কথা তাঁরা দুজনেই শুনেছিলেন। তাঁরা দুজনেই অবিশ্বাস্য ছিলেন। তাঁরা বুঝতে পারেন আমি কী বলছি। তাঁরা সংঘাত বন্ধ করে।’

মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন, ‘আমি সেই যুদ্ধ ফোন এবং বাণিজ্যের মাধ্যমে বন্ধ করি। আর ভারত এখন এখানে আছে আমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলার জন্য। পাকিস্তান কিছুদিন পরে তাদের প্রতিনিধিদের পাঠাবে সেই একই কারণে… এই দুই দেশের কাছেই যে সংখ্যক পরমাণু অস্ত্র আছে তা বেশ উল্লখযোগ্য। সেগুলি বেশ ভয়ঙ্কর। এবং সেই যুদ্ধ থামানোর জন্য গোটা রিপাবলিকান পার্টিকে কৃতিত্ব দেওয়া উচিত।’