Trump on Pak Nuclear Test। পাকিস্তানও চালাচ্ছে পরমাণু পরীক্ষা

Spread the love

পাকিস্তান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করতে বলে যখন গুঞ্জন উঠেছে, সেই সময়ই এই দাবি করলেন রিপাবলিকান নেতা। ট্রাম্প উল্লেখ করেছেন যে আমেরিকার পরমাণু পরীক্ষা জরুরি, কারণ রাশিয়া, চিন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে।

সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, ‘রাশিয়া (পরমাণু) পরীক্ষা চলছে এবং চিনও পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা এটা নিয়ে কথা বলে না। আমরা একটি উন্মুক্ত সমাজ। আমরা আলাদা। আমরা এটা নিয়ে কথা বলি। আমাদের এটা নিয়ে কথা বলতে হবে কারণ অন্যথায় আপনারা রিপোর্ট করবেন। তাদের (রাশিয়া বা চিন) কাছে এমন কোনও সাংবাদিক নেই যারা এটা নিয়ে লিখবে। আমরা পরমাণু পরীক্ষা করব কারণ অন্যরাও পরীক্ষা করছে। এবং অবশ্যই উত্তর কোরিয়া পরীক্ষা করছে। পাকিস্তান পরীক্ষা করছে।’

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুদ্ধ মন্ত্রককে পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, কয়েকদিন আগে রাশিয়া তাদের ‘আনলিমিটেড রেঞ্জের’ মিসাইলের পরীক্ষা চালিয়েছিল। এই আবহে সাম্প্রতিক এশিয়ান সফর চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও অন্যান্য দেশ সম্প্রতিক এ ধরনের (পরমাণু বোমার) পরীক্ষা চালাচ্ছে, তাই আমিও আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার জন্য যুদ্ধ মন্ত্রককে নির্দেশ দিয়েছি। হোয়াইট হাউজে তাঁর প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ আপডেট ও সংস্কারের মধ্য দিয়ে গেছে বলে দাবি করেন ট্রাম্প।

রাশিয়া পারমাণবিক সক্ষম ও পরমাণু শক্তিচালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টনিকের পরীক্ষা চালানোর কয়েকদিন পরই নিউক্লিয়ার টেস্ট নিয়ে সরব হতে শুরু করেন। এর আগে বুরেভেস্টনিকের পরীক্ষার পর রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে ব্রিফ করে বলেছিলেন যে ক্ষেপণাস্ত্রটি মঙ্গলবার পরীক্ষার সময় ১৪ হাজার কিলোমিটার অতিক্রম করেছে এবং এটি ১৫ ঘণ্টা আকাশে কাটিয়েছে। তবে এটাই নাকি এই অস্ত্রের ‘সর্বোচ্চ সীমা নয়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *