পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক সপ্তাহ পর বুধবার ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তা বন্ধ করার কৃতিত্ব দাবি করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি ফোনালাপে ট্রাম্পের ‘ভুল’ শুধরে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে তাতেও হুঁশ ফিরল না মার্কিন প্রেসিডেন্ট। ফের একবার পুরনো রেকর্ড বাজালেন তিনি। শুধু তাই নয়। এবার তাঁর গলায় শোনা গেল পাকিস্তান প্রেম।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘দুর্দান্ত মানুষ’ হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প। এরই সঙ্গে ফের তিনি জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শীঘ্রই একটি বাণিজ্য চুক্তি হবে। সঙ্গে ভারত-পাক সংঘাত বন্ধের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধ বন্ধ করেছি … আমি পাকিস্তানকে ভালোবাসি। আমি মনে করি মোদী একজন চমৎকার মানুষ। গতকাল রাতে তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছি। কিন্তু আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বন্ধ করিয়েছি আমিই।’

এদিকে হোয়াইট হাউজে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের পক্ষ থেকে সংঘাত বন্ধে তিনি (মুনির) অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। ভারতের পক্ষ থেকে এই সংঘাত বন্ধে ভূমিকা পালন করেছিলেন মোদী, এবং অন্যরা। তারা উভয়ই পরমাণু শক্তিধর দেশ। আমি এই সংঘাত বন্ধ করে দিয়েছি। আমার মনে হয় না আমার এই কীর্তি নিয়ে কোনও খবর লেখা হয়েছে।এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এর আগে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় নাকি তিনি মোদীকে কিছু সময়ের জন্য আমেরিকায় আসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী তা সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই বিষয়ে সংবাদমাধ্যমকে অবহিত করেছেন। তিনি বলেন, ফোনালাপটি প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয়েছিল এবং দুই নেতা বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন।এদিকে এই কথোপকথনের সময় ‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে বিশেষভাবে আলোচনা হয় মোদী এবং ট্রাম্পের মধ্যে। সেই সময়ই প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিয়েছিলেন যে অপারেশন সিঁদুরের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষধবিরতিতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা বা ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কোনও ভূমিকা ছিল না।