যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে নাকি জড়িত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমনই বোমা ফাটিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এই আবহে রুপার্ট মার্ডক এবং তাঁর মার্কিন দৈনিকের বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার মামলা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তাঁর প্রশাসনের তরফে এপস্টিন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হল নিউ ইয়র্কের আদালতে।
উল্লেখ্য, এই এপস্টিন ফাইল নিয়ে চরম অস্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। এই ইস্যুতে ট্রাম্পকে মাঝেমাঝেই খোঁচাচ্ছেন তাঁর প্রাক্তন সঙ্গী ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্প এর আগেও যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন কেলেঙ্কারি মামলায় মোটা অঙ্কের জরিমানা হয়েছিল ট্রাম্পের। এই আবহে এখন এপস্টিন ফাইলের জেরে ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
অভিযোগ, একসময় এপস্টিনের ঘনিষ্ঠ ছিলেন ট্রাম্প। এই আবহে এপস্টিনের ফাইলে মার্কিন প্রেসিডেন্টের নাম রয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এই আবহে সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এপস্টিন ফাইল নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে দাবি করে, ২০০৩ সালে এপস্টিনের ৫০তম জন্মদিনে তাকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প।

তবে ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকেই এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছিলেন, ‘আমি জীবনে কোনও দিন ছবি আঁকিনি। মেয়েদের ছবি তো আঁকিইনি।’ এপস্টিন সংক্রান্ত রিপোর্টে অবশ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, জন্মদিনের চিঠিতে ট্রাম্প লিখেছিলেন, ‘শুভ জন্মদিন। তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্ত ভাবে গোপন হয়ে ওঠে।’ নীচে কেবল ডোনাল্ড শব্দটি লিখে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের দাবি, এগুলো তাঁর কথা নয়। এদিকে ট্রাম্প মামলা ঠুকতেই মুখ খুলেছেন ওয়াল স্ট্রিট জার্নালের মালিক রুপার্ট মার্ডক। তিনি বলেন, ‘আমাদের রিপোর্টিংয়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার। যেকোনও মামলার বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত।’ উল্লেখ্য, ট্রাম্পের মামলায় নাম রয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, রুপার্ট মার্ডক, ডাও জোনস, রিপোর্টার খদিজা সফদর এবং জো পলাৎজোর।