UGC NET 2024 Exam New Dates: বাতিল হওয়া UGC NET কবে হবে? 

Spread the love

প্রশ্নপত্র ফাঁসের জন্য ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। সেই পরীক্ষার নয়া সূচি ঘোষণা করা হল। শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে যে ২০২৪ সালের জুন সেশনের ইউজিসি-নেট পরীক্ষা হবে অগস্ট-সেপ্টেম্বরে। অন্যদিকে, সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে বিতর্কের মধ্যেই যে ‘জয়েন্ট সেন্ট্রাল সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ – ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিটি টেস্ট’ (CSIR UGC NET) পিছিয়ে দেওয়া হয়েছিল, সেই পরীক্ষারও নয়া নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে।

আগামী ২১ অগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন করে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ‘ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট’-রও (NCET)। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) নিয়ে বিতর্কের মধ্যে সেই পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছিল।

কবে হবে CSIR UGC NET পরীক্ষা?

ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করে দেওয়ার পরই এনটিএয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে অনিবার্য কারণ এবং লজিস্টিকাল কারণে CSIR UGC NET পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। যে পরীক্ষা আদতে ২৫ জুন এবং ২৭ জুনের মধ্যে হওয়ার কথা ছিল। এবার সেই পরীক্ষা ২৫ জুলাই এবং ২৭ জুলাইয়ের মধ্যে হবে বলে এনটিএয়ের তরফে জানানো হয়েছে। 

NCET পরীক্ষা ফের কবে হবে?

শুক্রবার এনটিএয়ের তরফে জানানো হয়েছে যে ১০ জুলাই হবে ‘ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট’-রও (NCET)। যে পরীক্ষা চার বছরের ‘ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম’-এ ভরতির জন্য নেওয়া হয়ে থাকে। নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রাজ্য বিশ্ববিদ্যালয়, আইআইটি, এনআইটি এবং সরকারি কলেজে ‘ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম’-এ হওয়া যায়। মোট বিষয়ের সংখ্যা হল ৬৬টি।

OMR-তে নয়, এবার কম্পিউটারে হবে UGC-NET পরীক্ষা

গত ১৮ জুন যখন ইউজিসি-নেট পরীক্ষা হয়েছিল, তখন সেটা ওএমআর শিটে নেওয়া হয়েছিল। আর তা নিয়ে একগুচ্ছ অভিযোগ উঠেছিল। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র কাছেও সেই বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেন কমপক্ষে দু’জন প্রার্থী। তবে এবার এনটিএয়ের তরফে জানানো হয়েছে যে ‘কম্পিউটার বেসড মোড’-এই ইউজিসি-নেট পরীক্ষা হবে। অর্থাৎ অফলাইনের পরিবর্তে আবার অনলাইনেই ফিরতে UGC-NET পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *